ফটিকছড়ির লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী শাহীনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে ১২ জানুয়ারী (রবিবার) বিকালে বিশাল মানব বন্ধন করা হয়েছে। উপজেলার লেলাং ইউনিয়ন পরিষদ ও শাহনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হওয়া মানব বন্ধন উত্তরে শাহনগর উচ্চ বিদ্যালয়, দক্ষিণে শাহনগর সিএনজি স্টেশন এবং পূর্বে নাথপাড়া পর্যন্ত বিস্তৃত ছিল বিশাল এ মানব বন্ধন। মানব বন্ধনে লেলাং ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মের অনুসারী, শিশু, বৃদ্ধ-বৃদ্ধা, নারী-পুরুষ, স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, নানা শ্রেণীর হাজার হাজার মানুষ মানব বন্ধনে অংশ নেয়৷ ইউনিয়নের ১নং থেকে ৯নং ওয়ার্ডের প্রতিটা পাড়া-মহল্লা থেকে যানবাহন যোগে মানব বন্ধনে যোগ দিতে দেখা যায়।
মোহাম্মদ বাবর, মোস্তফা কামরুল ও জাবেদ এরশাদের যৌথ সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য দেন, বক্তব্য- আখতার হোসেন মুন্সি, অমর কান্তি দে, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, মাহবুবুল আলম, মাওলানা লোকমান বিন হারুন, মাওলানা আজগর আলী, মাস্টার সাইফুদ্দিন, শরীফ উদ্দিন, মোহাম্মদ আলী মাস্টার, মাওলানা সালামত উল্লাহ, মূফতী সালাউদ্দিন ও মুহাম্মদ আজাদ৷ বক্তারা বলেন, অবিলম্বে শাহীন চেয়ারম্যানকে মুক্তি না দিলে কারাগার অভিমুখে লংমার্চ করা হবে।
উল্লেখ্য, ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর হাটহাজারীতে এক হেফাজত কর্মীর দায়েরকৃত মামলা লেলাং ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নে দু’দফা নির্বাচিত চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী শাহীনকে অন্যতম আসামী করে মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় তাঁকে গত ৭ জানুয়ারি রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।




















