১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বদলগাছীর জগপাড়া গ্রামে গাঁজা ও চোলাই মদের রমরমা ব্যবসা যুব সমাজ ধ্বংশের পথে

নওগাঁ জেলার বদণগাছী উপজেলার ৪ নং মিঠাপুর ইউনিয়নের জগপাড়া গ্রামে গাঁজা ও চোলাই মদের রমরমা ব্যবসায় এলাকার যুব সমাজ সহ বিভিন্ন বয়সীরা গাঁজা- মদে আশক্ত হয়ে ধংশের পথে ধাপিত হচ্ছে বলে ওই গ্রামবাসীসহ এলাকাবাসীর ভাষ্যে জানা গেছে। জগপাড়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় ব্যক্তি জানান গাঁজা ব্যবসায়ী সঞ্জয় চন্দ্র সরকার ও বিকাশ চন্দ্র দির্ঘ দিন থেকে গাঁজা ব্যবসা এলাকায় চালিয়ে আসছে। মাঝে মধ্যে গাঁজা সহ তারা থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের হাতে ধরা পড়ে জেল হাজতে থাকার পর জামিনে বেড়িয়ে আসার পড় আবারও গাঁজা ব্যবসায় জরিয়ে পড়ে। এছাড়াও ওই গ্রামের মাদক বিরোধী কতিপয় ব্যাক্তি তাদের আত্ত্ব পরিচয় গোঁপন রাখার শর্থে বলেন উল্লেখিত দুই গাঁজা ব্যবসায়ী জেল হাজতে থাকাকালীন তাদের স্ত্রীরা  তাদের বাড়ী থেকে গাঁজা বিত্রিু চলমান রাখে । মাঝে মধ্যে থানা পুলিশ সহ সংশ্লিষ্টরা জগপাড়া গ্রামে  আসা যাওয়া করলেও গাঁজা বিত্রিু চলে অতি গোঁপনে ও কৌশলে। ফলে গাঁজা আসক্তদের গাঁজা প্রাপ্তিতে তেমন অসুবিধা হয় না। অপর দিকে জগপাড়া গ্রামের ১০/১৫ জন ব্যক্তি তাদের বাড়ীতে এবং  বাড়ী সংলগ্ন  ঝোপ জঙ্গলে অস্থায়ী চুল্লি তৈরী করে চোলাই মদ তৈরী করে তাদের বাড়ীতে বেচা কেনার পাশা পাশি আক্কেলপুর সহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক গাঁজা ও চৌলায় মদ তৈরীকারাী ও বিক্রেতাদেক এই অবৈধ্য মাদক ব্যবসা না করলেই কি নয়? এমন প্রশ্ন করলে তারা বলেন তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকায় এবং অধিক মুনাফার জন্য এই অবৈধ্য মাদক ব্যবসা বাধ্য হয়ে করেন বলে তারা জানান। এছাড়াও ঝাড়ঘরিয়া গ্রামের বৈরাগী পাড়ার এক মুদি দোকানদার দির্ঘ দিন থেকে তার দোকান থেকে ওয়ানস সহ বিভিন্ন নামীয় মাদকের বোতল বিত্রিু করে আসছে। এজাতীয় মাদকে শিক্ষিত যুবকরা অধিকহারে আসক্ত হয়ে পড়ছে। এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ শাজাহান আলী বলেন,মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আটক করে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে । কিন্তÍু তারা জামিনে এসে আবারও মাদক ব্যবসায় জরিয়ে পড়ছে। এছাড়াও তিনি বলেন ভ্রাম্যমান আদালত কার্যক্রম বন্ধ থাকায় মাদক ব্যবসায়ীরা কিছুটা বেপরোয়া হয়ে উঠেছে। জগপাড়া গ্রামে দ্রুত অভিযান পরিচালনা করবেন বলে তিনি জানান।
জনপ্রিয় সংবাদ

ভোটে দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব আখতার

বদলগাছীর জগপাড়া গ্রামে গাঁজা ও চোলাই মদের রমরমা ব্যবসা যুব সমাজ ধ্বংশের পথে

আপডেট সময় : ০৮:৪০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
নওগাঁ জেলার বদণগাছী উপজেলার ৪ নং মিঠাপুর ইউনিয়নের জগপাড়া গ্রামে গাঁজা ও চোলাই মদের রমরমা ব্যবসায় এলাকার যুব সমাজ সহ বিভিন্ন বয়সীরা গাঁজা- মদে আশক্ত হয়ে ধংশের পথে ধাপিত হচ্ছে বলে ওই গ্রামবাসীসহ এলাকাবাসীর ভাষ্যে জানা গেছে। জগপাড়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় ব্যক্তি জানান গাঁজা ব্যবসায়ী সঞ্জয় চন্দ্র সরকার ও বিকাশ চন্দ্র দির্ঘ দিন থেকে গাঁজা ব্যবসা এলাকায় চালিয়ে আসছে। মাঝে মধ্যে গাঁজা সহ তারা থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের হাতে ধরা পড়ে জেল হাজতে থাকার পর জামিনে বেড়িয়ে আসার পড় আবারও গাঁজা ব্যবসায় জরিয়ে পড়ে। এছাড়াও ওই গ্রামের মাদক বিরোধী কতিপয় ব্যাক্তি তাদের আত্ত্ব পরিচয় গোঁপন রাখার শর্থে বলেন উল্লেখিত দুই গাঁজা ব্যবসায়ী জেল হাজতে থাকাকালীন তাদের স্ত্রীরা  তাদের বাড়ী থেকে গাঁজা বিত্রিু চলমান রাখে । মাঝে মধ্যে থানা পুলিশ সহ সংশ্লিষ্টরা জগপাড়া গ্রামে  আসা যাওয়া করলেও গাঁজা বিত্রিু চলে অতি গোঁপনে ও কৌশলে। ফলে গাঁজা আসক্তদের গাঁজা প্রাপ্তিতে তেমন অসুবিধা হয় না। অপর দিকে জগপাড়া গ্রামের ১০/১৫ জন ব্যক্তি তাদের বাড়ীতে এবং  বাড়ী সংলগ্ন  ঝোপ জঙ্গলে অস্থায়ী চুল্লি তৈরী করে চোলাই মদ তৈরী করে তাদের বাড়ীতে বেচা কেনার পাশা পাশি আক্কেলপুর সহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক গাঁজা ও চৌলায় মদ তৈরীকারাী ও বিক্রেতাদেক এই অবৈধ্য মাদক ব্যবসা না করলেই কি নয়? এমন প্রশ্ন করলে তারা বলেন তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকায় এবং অধিক মুনাফার জন্য এই অবৈধ্য মাদক ব্যবসা বাধ্য হয়ে করেন বলে তারা জানান। এছাড়াও ঝাড়ঘরিয়া গ্রামের বৈরাগী পাড়ার এক মুদি দোকানদার দির্ঘ দিন থেকে তার দোকান থেকে ওয়ানস সহ বিভিন্ন নামীয় মাদকের বোতল বিত্রিু করে আসছে। এজাতীয় মাদকে শিক্ষিত যুবকরা অধিকহারে আসক্ত হয়ে পড়ছে। এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ শাজাহান আলী বলেন,মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আটক করে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে । কিন্তÍু তারা জামিনে এসে আবারও মাদক ব্যবসায় জরিয়ে পড়ছে। এছাড়াও তিনি বলেন ভ্রাম্যমান আদালত কার্যক্রম বন্ধ থাকায় মাদক ব্যবসায়ীরা কিছুটা বেপরোয়া হয়ে উঠেছে। জগপাড়া গ্রামে দ্রুত অভিযান পরিচালনা করবেন বলে তিনি জানান।