ফেনীর সোনাগাজীর মুহুরী নদীর মুল গতিপথে চর জেগে উঠায় ফেনীর সোনাগাজী অংশে ভাঙ্গণ দেখা দিয়েছে। এতে উপজেলার পূর্ব সোনাপুর, কলমির চর, চর কৃঞ্চজয়, চর ডুব্বা ও গুচ্ছ গ্রাম এলাকার সহস্রাধিক বাড়িঘর এবং হাজার-হাজার একর কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে মুহুরী নদীর সোনাগাজী অংশের খননের দাবিতে ১৪ জানুয়ারি, মঙ্গলবার সকালে গুচ্ছগ্রামে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন, সাধারন সম্পাদক নুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাহাবুদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান ফরায়েজি, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত শাহপরান, স্বপন মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, মুহুরী নদীর মুল গতিপথে চর জেগে উঠায় সোনাগাজী অংশে নদী ভাঙন সৃষ্টি হয়েছে। গত দুই বছরে হাজারো পরিবারের বাড়িঘর ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বারবার পানি উন্নয়ন বোর্ডের কর্তা ব্যক্তিদের অবহিত করেও কোন প্রতিকার পায়নি ক্ষতিগ্রস্তরা। নদীর মুল গতিপথে খনন করে পানি চলাচলের পথ স্বাভাবিক করে দিলে নদী ভাঙন বন্ধ হবে বলে জানিয়েছেন তাঁরা।




















