মাইজভান্ডারী ত্বরিকার মহান প্রবর্তক, গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর স্মরণে নির্মিত ও ১০ মাঘ ১১৯ তম পবিত্র ওরশ শরীফ উপলক্ষে গৃহিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠান ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর কেন্দ্রীয় মহাসচিব নাজমুল হাসান মাহমুদ শিমুলের অর্থায়নে গাউসুল আজম মাইজভান্ডারী স্মারক ইবাদতখানার উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মেহমানে আলা ছিলেন ফটিকছড়ির মাইজভান্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভান্ডারী।
শিক্ষক ওসমান গণি ও জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন, ইঞ্জিনিয়ার ওসমান ফারুক চৌধুরী ও লালন ওসমান। প্রধান শিক্ষক মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী জানে আলম বাবুল, অধ্যাপক নাজমুল হুদা মনি, মফিজুল আলম, এড. সফিউল আজম, কফিল উদ্দিন, শাহজাহান তালুকদার, কামরুল হাসান শেয়ান, এস এম কাইছার, ইদ্রিস মিয়া শেয়ান ও ইয়াকুব নবী।




















