০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে শিক্ষকদের মানববন্ধন দুর্গম এলাকার ২৮৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

পার্বত্য চট্টগ্রামের তিন জেলার ২৮৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিশেষ বিবেচনায় সেসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের চাকরি জাতীয়করণের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
বুধবার (১৫ জানুয়ারি) খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার শতাধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জ্যোতি ত্রিপুরা, রাঙ্গামাটি বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মিলন চাকমা, বান্দরবান বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি চন্দন ময় তংঞ্চঙ্গা খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার প্রমুখ।
বক্তারা বলেন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার অনগ্রসর এবং দুর্গম এলাকার মোট ২৮৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেখানে কর্মরত রয়েছেন ১ হাজার ৪২৫ জন শিক্ষক। তবে, বছরের পর বছর এসব বিদ্যালয়ের বিনা বেতনে শিক্ষকতা করে যাচ্ছেন তারা। এছাড়া জাতীয়করণ না হওয়ায় উপবৃত্তি থেকেও বঞ্চিত হচ্ছে এসব বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পার্বত্য তিন জেলার দুর্গম পাহাড়ি এলাকার কোমলমতি শিশুদের ভবিষ্যতের কথা বিবেচনা করে এবং বিনা বেতনে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের জীবনমান উন্নয়নে সহসাই বিদ্যালয়সহ চাকুরি জাতীয়করণের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। পরে একই দাবিতে মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন বেসরকারি শিক্ষকরা

জনপ্রিয় সংবাদ

ভোটে দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব আখতার

খাগড়াছড়িতে শিক্ষকদের মানববন্ধন দুর্গম এলাকার ২৮৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

আপডেট সময় : ০৬:১৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

পার্বত্য চট্টগ্রামের তিন জেলার ২৮৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিশেষ বিবেচনায় সেসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের চাকরি জাতীয়করণের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
বুধবার (১৫ জানুয়ারি) খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার শতাধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জ্যোতি ত্রিপুরা, রাঙ্গামাটি বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মিলন চাকমা, বান্দরবান বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি চন্দন ময় তংঞ্চঙ্গা খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার প্রমুখ।
বক্তারা বলেন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার অনগ্রসর এবং দুর্গম এলাকার মোট ২৮৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেখানে কর্মরত রয়েছেন ১ হাজার ৪২৫ জন শিক্ষক। তবে, বছরের পর বছর এসব বিদ্যালয়ের বিনা বেতনে শিক্ষকতা করে যাচ্ছেন তারা। এছাড়া জাতীয়করণ না হওয়ায় উপবৃত্তি থেকেও বঞ্চিত হচ্ছে এসব বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পার্বত্য তিন জেলার দুর্গম পাহাড়ি এলাকার কোমলমতি শিশুদের ভবিষ্যতের কথা বিবেচনা করে এবং বিনা বেতনে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের জীবনমান উন্নয়নে সহসাই বিদ্যালয়সহ চাকুরি জাতীয়করণের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। পরে একই দাবিতে মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন বেসরকারি শিক্ষকরা