জামালপুরে জাকির হোসেন নামে একজনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করায় আদালত প্রাঙ্গনে হট্টগোল ও বিশৃঙ্খলা করেছে আসামীপক্ষের শতাধিক লোকজন।
হট্টগোল থামানোর সময় পুলিশের আঘাতে এক নারীর আহত হওয়ার অভিযোগ উঠেছে।
আহত নারী জান্নাতুল হুমাইরা জেমি আসামী এডভোকেট জাকির হোসেনের কন্যা।
বুধবার বেলা ৩ টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে এসব ঘটনা ঘটে।
আসামী পক্ষের লোকজন জানান, একটি মামলায় এডভোকেট জাকির হোসেনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন আদালত। এই খবর শুনে জাকির হোসেনের স্বজন ও এলাকাবাসীরা আদালত প্রাঙ্গনে তার মুক্তি চেয়ে শ্লোগান দিতে থাকে। পরে শ্লোগান ও থামাতে গেলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় এক নারী আহত হন।
আহত নারী জান্নাতুল হুমাইরা জেমি বলেন, ‘আমি গ্রামের লোকজনকে বাইরে বসিয়ে ভেতরে প্রবেশ করতে গেলে। আমাকে কয়েকজন পুলিশ মারধর করে আহত করে। তারা আমাদের গ্রামের লোকজনদেরকেও মারধর করে।’
আধা ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে জাকির হোসেনকে কারাগারে প্রেরন করে কোর্ট পুলিশ। তবে অভিযোগের কথা অস্বীকার করেছে তারা।
কোর্ট ইন্সপেক্টর আবুল হোসেন বলেন, ‘আমাদের এখানে মারামারির মতো কোনো ঘটনা ঘটেনি। হয়তো বা ধাক্কাধাক্কি হয়েছে। কিন্তু মারামারি হয়নি। তবে তারা করতে চেয়েছিলো। আমরা সর্বোচ্চ সতর্ক থেকে তাদের বোঝাতে সক্ষম হয়েছি।’
জানা যায়, জামালপুরের মেলান্দহের নাংলাতে দুই হতদরিদ্র পরিবারের বাড়ি ঘরে হামলা ভাংচুরের মামলার প্রধান আসামী হলেন এডভোকেট জাকির হোসেন। আর এই মামলার বাদী চায়না বেগম নামে এক নারী।




















