ভোলা-৩ আসনের সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগ সারাদেশে বাহিনী দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সাধারণ মানুষের কথা বলার উপায় ছিল না। তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। দেশের মানুষকে কষ্টে রেখে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লালমোহনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, লাগামহীন দ্রব্যমূল্য, সীমাহীন দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যা গুমের মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল আওয়ামী লীগ। শেখ হাসিনা, শেখ রেহানা, পুতুল, জয়সহ তাদের পরিবারের দুর্নীতি তদন্ত করে আইনের আওতায় আনার ব্যবস্থা নেয়া হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রস্তাব সাধারন মানুষের মাঝে সাড়া ফেলেছে, তারা এ প্রস্তাবকে স্বগত জানিয়ে সাদরে গ্রহন করেছে।
লিফলেট বিতরন কালে জিয়া মঞ্চের জেলা শাখার আহবায়ক হুমায়ুন কবীর আজম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, লালমোহন উপজেলার সদস্য সচিব বাবুল পঞ্চায়েত, সেচ্ছাসেব দলের ইলি, শ্রমিক দলের সভাপতি শাহিন হাওলাদার, তজুমদ্দিন বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর,সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর, যুগ্ম-আহবায়ক জাকির হোসেন হাওলাদারসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।




















