আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন এবং গুণীজন সম্মননা ২০২৪ এর সমাজসেবা ও
মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য স্বর্ণ পদক ও সনদ পত্র দিয়ে সম্মানিত করা হয়
ময়মনসিংহের ভালুকা উপজেলার ১নং উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল
ইসলামকে। গত ২০২৪ সালের ২৯ ডিসেম্বর বিকেলে মহাবঙ্গ সাহিত্য
সাংস্কৃতি পর্যদের উদ্যোগে ভারতের কলকাতা রবীন্দ্র সনদ বাংলা একাডেমীর
চত্বরে চারুকলা পর্ষদের অবনীন্দ্র সভাঘরে আন্তর্জাতিক কবিতা উৎসব এবং
গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ওই অনুষ্ঠানেই স্বর্ণপদক ও
সনদ প্রদানের মাধ্যমে চেয়ারম্যান নুরুল ইসলামকে সম্মানিত করা হয়। ওই
অনুষ্ঠানে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী সাধক পান্ডে এবং সভাপতিত্ব
করেন কবি শিক্ষাবিদ অমৃত আচার্য।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, এই সম্মাননা আমার কাজের
স্বীকৃতি। সমাজ ও মানুষের কল্যাণে আমি কাজ করছি এবং ভবিষ্যতেও করে
যাবো। এ সম্মান আমার একার নয় আমার ইউনিয়নবাসীর তথা দেশবাসীর
সকলের।
শিরোনাম
সমাজসেবায় স্বর্ণপদক পেলেন ভালুকার উথুরা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম
-
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি - আপডেট সময় : ১১:৫৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- ।
- 162
জনপ্রিয় সংবাদ




















