বিশ্বওলী খ্যাত, হযরত মাওলানা শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরীর উরস উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় মিশন কমিটির অংশ হিসেবে,গাজীপুর জেলা মিশন কমিটির আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে বেড়াইদের চালা রাশিদের বাড়িতে, বেলা ১১টায়, জেলা কর্মী গ্রুপ কমিটির প্রধান আলহাজ্ব হারুন-অর-রশিদ সিকদারে সভাপতিত্বে ও উপজেলা কর্মী গ্রুপের উপদেষ্টা আলহাজ্ব অ্যাডঃ কাশেম আজাদের সঞ্চালনায়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মিশন কমিটির প্রধান আলহাজ্ব শরিফ আহমেদ।
এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মিশন গ্রুপ কমিটির সদস্য মাওলানা সামছুল হক রংপুরী, উপজেলা ও শ্রীপর পৌর কর্মী গ্রুপ কমিটির প্রধান উপদেষ্টা জালাল উদ্দীন, উপজেলা কর্মী গ্রুপের ভারপাপ্ত প্রধান বজলুর রহমান, পৌর কর্মী গ্রুপের প্রধান আলম সরকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এমদাদুল হক মিলন, নুরুজ্জামান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের কর্মী ও বক্তবৃন্দ।
কেন্দ্রীয় মিশন গ্রুপ কমিটির প্রধান আলহাজ্ব শরিফ আহমেদ এর বিশেষ মোনাজাতের মাধ্যদিয়ে সমাপ্ত হয় পৌর মিশন গ্রুপ কমিটির কর্মীসভা।




















