সিরাজগঞ্জে রায়গঞ্জের গোতিথা ফরিদপুর এলাকায় খেজুরের রস চুরি ও হাড়ি ভাঙ্গচুর করেছে দূর্বৃত্তরা। গোতিথা থেকে শালিয়াগাড়ি ও দোস্তপাড়া। ফরিদপুর চৌরাস্তা থেকে ফরিদপুর দক্ষিণ খেজুর গাছের ছুলন্ত হাড়ি ভাঙ্গচুর রস চুরির নিয়মিত ঘটনা ঘটছে। ঐ আঞ্চলিক সড়কে খেজুরের ৪০০ টি গাছ ছেটে রস সংগ্রহের উপযোগী করে তোলেন মিনারুল ইসলাম ও শাহাদুল। রাজশাহীর বাঘা থানার হরিপুর (তুলসিপুর) গ্রাম থেকে আসা মিনারুল অভিযোগ করে বলেন প্রতি রাতে ৪ থেকে ৫ টি হাড়ির রস চুরি ভাঙ্গচুর করছে দূর্বৃত্তরা। আরেক গাছী শাহাদুল ইসলাম বলেন প্রতিদিন ৮ থেকে ১০ টি হাড়ি চুরি করছে। এতে আমরা ব্যাপক ক্ষতি মুখে পড়ছি। এ পর্যন্ত ৬৫০ টি হাড়ি ভেঙ্গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ৪০,০০০ টাকা। কষ্ট করে খেয়ে না খেয়ে শীত উপেক্ষা করে পরিবারের মুখে দু’বেলা খাবার তুলে দিতে ১৮ বছর যাবত খেজুর রস থেকে গুড় তৈরি করছি। প্রতি বছর কার্তিক মাস থেকে ফাল্গুন পর্যন্ত খেজুর গুড় তৈরি করি এলাকাবাসীর সহযোগিতায় । আগে ৪৫ কেজি গুড় তৈরি করলেও এখন ৩৫ কেজি গুড় হয়। শাহাদুলের একই ক্ষতি, যার পরিমান দুই জনের প্রায় প্রতিদিন ৩০০০ টাকা। শাহাদুল ও মিনারুল এ নিয়ে পরেছে বিপাকে। এই বছরই আমরা দূর্বৃত্তদ্বারা ক্ষতির শিকার । এ বিষয়ে নিমগাছী সেনাক্যাম্পে মৌখিক অভিযোগ দিয়েছি । রস চুরি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
শিরোনাম
রায়গঞ্জে খেজুরের রস চুরি হাড়ি ভাঙ্গচুর করেছে দূর্বৃত্তরা
-
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় : ০৯:১৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- ।
- 67
জনপ্রিয় সংবাদ




















