ঢাকার উদ্যোগে মির্জাপুর উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক মিলনমেলা ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শুক্রবার ঢাকা জেলার ধামরাই এর আলাদিনস পার্কে দিনব্যাপী চলে এ অনুষ্ঠান। এতে সমিতির কার্যকরী সদস্য ও উপজেলা বিএনপি নেতা কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বিত উপস্থিতিতে পরিণত হয় এক মিলনমেলার। আয়োজনের মধ্যে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র-সহ ইত্যাদি। খন্দকার ইলিয়াস হোসেন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল ৭ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মামুনুল আলম।
আরো উপস্থিত ছিলেন, আশির দশকের সাবেক ছাত্রনেতা, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক, দুবাই সরকারের বিদ্যুৎ বিভাগের সাবেক বিদ্যুৎ বিশেষজ্ঞ, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স সমিতি ইউএইর সভাপতি, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারস বাংলাদেশ ইউএই এর সাবেক চেয়ারম্যান, ইউএই বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা, সভাপতি বিশিষ্ট পেশাজীবী ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান সহ প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে কালাম আজাদ সিদ্দিকী বলেন, মির্জাপুর উপজেলা কল্যাণ সমিতিকে বাংলাদেশের প্রাণ কেন্দ্র হিসেবে আলোকিত করতে সকলের এগিয়ে আসা উচিৎ। ঢাকার মধ্যে কল্যাণ সমিতির প্রতিটি অনুষ্ঠানে সকলের অংশগ্রহণের মাধ্যমে মির্জাপুর এর সুনাম ছড়িয়ে পড়বে সর্বস্তরে। দেশের একটি বড় পরিবর্তন এসেছে ক্ষমতার পরিবর্তন ঘটেছে, সরকার ক্ষমতায় থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আগামী দিনে নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সদা তৎপর রয়েছেন। জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে চান। আরো বলেন, মির্জাপুর কল্যাণ সমিতির ঢাকাস্থ একটি নির্ধারিত অফিস করবেন। ঢাকার বুকে এ সমিতির সাইনবোর্ড রাখবেন।
অতিথি বক্তব্যে প্রবাসী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম বলেন, দীর্ঘদিন প্রবাসে থেকে দেশের মানুষের জন্য কাজ করেছেন। বিএনপি দলের জন্য কাজ করেছেন। কর্মজীবন থেকে অবসর হয়ে দেশে ফিরে এসেছেন। তার জীবনের প্রথম কল্যাণ সমিতির অনুষ্ঠানের মিলনমেলায় অতিথি হয়ে সকলকে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। এছাড়া তিনি বলেন, প্রবাসে থাকায় উপজেলা বাসীর সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। তাই তিনি আশ্বাস দিয়ে বলেন যেভাবে বিদেশের মাটিতে দেশের জন্য কাজ করেছেন, আগামীদিনে মির্জাপুর বাসীর কল্যাণে সকলের পাশে সর্বদা উপস্থিত হয়ে কাজ করে যাবেন। মির্জাপুর কল্যাণ সমিতির ঢাকাস্থ অফিস গড়তে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।




















