চট্টগ্রামের হাটহাজারীতে রাস্তা পারাপারের সময় পিক আপের ধাক্কায় মো. সাইফুর রহমান সাইফ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল সাড়ে চারটার দিকে হাটহাজারী – নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মনিয়া পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত মো: সাইফুর রহমান রাউজান উপজেলার পশ্চিম ফতেহনগর খুরশিদ বাপের বাড়ির মো. মতিউর রহমানের ছেলে।
ঘটনার বিষয় পিকআপ চালক জানান, হাটহাজারীর চৌধুরীহাট এলাকা থেকে পিকআপ নিয়ে ডিম কেনার উদ্দেশ্যে মানিকছড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ নিহত রাস্তা পারাপারের সময় গাড়ির সাথে ধাক্কা লাগে। রক্তাক্ত অবস্থায় একটি সিএনজি যোগে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ডাঃ জান্নাতুন নুর।




















