চট্টগ্রামের হাটহাজারীতে কৃষিজমির টপসয়েল কর্তনের দায়ে মো. রেজাউল করিম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান জানান, সোমবার দিবাগত রাত ১ টার দিকে কৃষি জমির টপসয়েল কর্তন করার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাটি কর্তন কাজে ব্যবহৃত গাড়ীর ২টি ব্যাটারি জব্দ করে টপসয়েল কাটার দায়ে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।




















