খাগড়াছড়িতে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।
আজ সোমবার ২০ জানুয়ারী পার্বত্য জেলা খাগড়াছড়িতে দ্বিতীয় বারের মতো অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানটি সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত খাগড়াছড়ি সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় ১৩ ইট ভাটা মালিকে ১০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাগড়াছড়ি সদর উপজেলা, দীঘিনালা, মাটিরাঙা ও রামগড়ে অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অভিযানের নেতৃত্ব দেন।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান, জেলা সদরের এবিসি ,এসএন্ডবি, আরপিএস ও জেএন ব্রিকস বন্ধ করা হয়। চার ভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইট ভাটার চুল্লী নেভানো হয়েছে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রশীদ জানান, ইটভাটা পরিচালনার জন্য অনুমোদন না থাকায় জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক উপজেলার দুইটি ইট ভাটার বন্ধ করা হয়েছে। কর্ণফুলী ব্রিক্স ১ লাখ ও ফোর বি ভাটা’কে ১ লাখ টাকা জরিমানা করা হয।
খাগড়াছড়ি জেলা প্রশানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, অভিযানে খাগড়াছড়ি সদরে ৪টি,দীঘিনালায় ২ টি,রামগড়ে ৫ এবং মাটিরাঙা ৫টি অবৈধ ইটভাটাকে জরিমানা করা হয়। টিনের চিমনি জব্দ-০২ টি, ৪৫০ ঘন ফুট কাঠ জব্দ করা হয়। এসময় জরিমানা আদায় করার পাশাপাশি অনুমোদন না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুসারে ইটভাটাগুলো বন্ধ ঘোষণা করা হয়। জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়। পরে ফায়ার সার্ভিস পানি দিয়ে ইট ভাটার চুল্লির নিভিয়ে দেয়া হয়।উল্লেখ এর আগে সদ্য বিদায়ী বছরের ২৩ ডিসেম্বর খাগড়াছড়ির ১৫টি ভাটায় মোবাইল কোর্ট চালিয়ে বন্ধ ও জরিমানা আদায় করা। পরে ইটভাটা মালিকেরা এসব ভাটা আবার চালু করলে সোমবারের অভিযানে তা বন্ধ করা হয়। অভিযানকালে সকল অবৈধ ইট ভাটায় ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিভিয়ে এবং কাচা ইট নষ্ট করে উৎপাদন বন্ধ করা হয়।
শিরোনাম
পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার মালিকে ১০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা
-
হলাপ্রু মারমা, খাগড়াছড়ি - আপডেট সময় : ০৬:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- ।
- 368
জনপ্রিয় সংবাদ




















