০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে হালদা নদীর মৎস্য প্রজনন ক্ষেত্র সংরক্ষণে অংশীজনের উদ্বুদ্ধকরণ সেমিনার

ঐতিহ্যবাহী হালদা নদী বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নদী এশিয়ার সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য হালদার ভূমিকা গুরুত্বপূর্ণ। এই নদীর স্বতন্ত্র অবস্থা যেন বিনষ্ট না হয়, এখানে মাছের প্রজনন ক্ষেত্র যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এর যাতে দূষণ না হয়, জলবায়ু পরিবর্তনের কারণে এটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়গুলো নিয়ে সকলকে কাজ করতে হবে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে ফটিকছড়ি উপজেলার বীরমুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনদের উদ্বুদ্ধকরণ সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
মৎস্য অধিদপ্তর এর হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর অর্থায়নে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা মৎস কর্মকর্তা শ্রীবাস চন্দ্র।
উপজেলা মৎস্য অফিসার মো. আজিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হালদা প্রকল্পের পরিচালক নাজমুল হুদা, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস শহীদ ভূঁইয়া ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন ।
সেমিনারে হালদার পাড়ের বাসিন্দা, মৎসজীবী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন
জনপ্রিয় সংবাদ

ভোটে দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব আখতার

ফটিকছড়িতে হালদা নদীর মৎস্য প্রজনন ক্ষেত্র সংরক্ষণে অংশীজনের উদ্বুদ্ধকরণ সেমিনার

আপডেট সময় : ০৬:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
ঐতিহ্যবাহী হালদা নদী বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নদী এশিয়ার সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য হালদার ভূমিকা গুরুত্বপূর্ণ। এই নদীর স্বতন্ত্র অবস্থা যেন বিনষ্ট না হয়, এখানে মাছের প্রজনন ক্ষেত্র যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এর যাতে দূষণ না হয়, জলবায়ু পরিবর্তনের কারণে এটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়গুলো নিয়ে সকলকে কাজ করতে হবে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে ফটিকছড়ি উপজেলার বীরমুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনদের উদ্বুদ্ধকরণ সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
মৎস্য অধিদপ্তর এর হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর অর্থায়নে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা মৎস কর্মকর্তা শ্রীবাস চন্দ্র।
উপজেলা মৎস্য অফিসার মো. আজিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হালদা প্রকল্পের পরিচালক নাজমুল হুদা, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস শহীদ ভূঁইয়া ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন ।
সেমিনারে হালদার পাড়ের বাসিন্দা, মৎসজীবী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন