ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৮ জনের প্রাণহানি, জীবিতদের উদ্ধারে অনুসন্ধান চলছে
ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় ৯ জন নিখোঁজ রয়েছে। গতকাল শত শত উদ্ধারকারী ঘন কাদা ও ধ্বংসস্তূপ থেকে জীবিতদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান করছে। ইন্দোনেশিয়ার পেকালোঙ্গান থেকে এএফপি এ খবর জানায়। মধ্য জাভা প্রদেশের পেকালোঙ্গান শহরের কাছে একটি পাহাড়ি এলাকায় তীব্র বৃষ্টিপাতের ফলে গত সোমবার ভূমিধস হয়েছে। ভূমিধসের কারণে সেতু ধসে পড়ে এবং গাড়ি ও ঘরবাড়ি চাপা পড়ে। অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসার্নাস গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, গত মঙ্গলবার থেকে মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে, এ ঘটনায় ১৮ জনের প্রাণহানী, নয়জন নিখোঁজ এবং আহত হয়েছেন ১৩ জন। স্থানীয় কর্মকর্তা মোহাম্মদ ইউলিয়ান আকবর গতকাল এএফপিকে বলেন, আরও একটি মৃতদেহ পাওয়া গেছে, মৃতের সংখ্যা এখন ১৮ জনে দাঁড়িয়েছে। তিনি বলেন, অনুসন্ধান দলের জন্য রাস্তা পরিষ্কার করার জন্য ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে এবং প্রায় ২০০ উদ্ধারকর্মীকে সাহায্যের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, নিহতদের বা ক্ষতিগ্রস্তদের সন্ধান করাই আমাদের লক্ষ্য, স্থানীয় সরকার দুই সপ্তাহের জন্য জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্থানীয় কর্মকর্তার মতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ছিল কাসিম্পার গ্রাম, যেখানে ভূমিধস একটি কফির দোকানে আঘাত হানে। সেমারাং শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার (৬০ মাইল) পশ্চিমে উদ্ধারকর্মীদের সাথে পুলিশ, সৈনিক এবং স্বেচ্ছাসেবকরা অনুসন্ধানে যোগ দিয়েছেন। কিন্তু মঙ্গলবার তীব্র বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্ধার কাজ স্থগিত করা হয়।
ফ্রান্সে অবৈধ বসবাসে সহায়তায় ভারতীয়কে ৩০ মাসের কারাদণ্ড
ফ্রান্স-স্পেন সীমান্তে অবৈধ বসবাসে সহায়তা করার দায়ে এক ভারতীয় নাগরিককে সাজা দিয়েছে ফ্রান্সের বায়োন শহরের আদালত। মানবপাচারের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৩০ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত ১৬ জানুয়ারি ফ্রান্স-স্পেন সীমান্তের হেন্দায় শহর থেকে অভিযুক্তকে আটক করা হয়েছিল। ওই সময় ৯ সিটের একটি গাড়িতে অভিবাসীদের সীমান্তে পাচার করছিলেন বলে জানিয়েছে ফরাসি পুলিশ। মোট ১৬ জন অনিয়মিত অভিবাসী নিয়ে একটি গাড়ি সীমান্তের বিরিয়াতো চেক পোস্টের পাশে গাড়ি চালিয়ে আসছিল। মূলত গাড়িটির চালকের ভূমিকায় ছিলেন সাজাপ্রাপ্ত ব্যক্তি। ২৮ বছর বয়সী ওই ব্যক্তি মূলত পর্তুগালে বৈধ রেসিডেন্স পারমিট নিয়ে বসবাস করেন। ফ্রান্সের বাস্ক অঞ্চলের বায়োনের আদালত জানিয়েছে, অবৈধ বসবাসে সহায়তা করার অভিযোগ প্রমাণিত হওয়ার পাশাপাশি অভিবাসীদের সম্ভাব্য মৃত্যু ঝুঁকিতে ফেলার কারণও আমলে নেওয়া হয়েছে। গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের সবাই ভারতীয় এবং পাকিস্তানি নাগরিক। যাদের মধ্যে পাঁচজন ট্রাঙ্কের লাগেজের ওপর বসে ছিলেন এবং তিনজন অন্যান্য যাত্রীদের কোলে ছিলেন। তাদের কেউই সিট বেল্ট বাঁধতে পারেননি বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম ফ্রান্স ব্লু। আদালতের শুনানিতে অভিযুক্ত বলেন, অসুস্থ মা এবং প্রতিবন্ধী বাবাকে সাহায্য করার জন্য তার অর্থের প্রয়োজন ছিল। তিনি আদালতকে আরও বলেন, পর্তুগালের একজন ব্যক্তির কাছ থেকে তিনি অভিবাসীদের পরিবহনের তার নির্দেশ পেয়েছিলেন। ফ্রান্স-স্পেন সীমান্ত অতিক্রমকারী হাইওয়েগুলো প্রায়শই মানব পাচারকারী নেটওয়ার্কগুলো ব্যবহার করে থাকে।
এবার যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডপ্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
এবার যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনী বা কোস্টগার্ডের প্রধানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দিনই বাইডেন আমলের গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তাকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরুর ধারাবাহিকতায় তিনি এ পদক্ষেপ নিলেন। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর কোস্টগার্ডের প্রধান কমান্ড্যান্ট অ্যাডমিরাল লিন্ডা লি ফাগানকে সরিয়ে দেওয়ার এ তথ্য জানিয়েছে। মার্কিন সশস্ত্র বাহিনীর কোনো শাখার প্রথম ইউনিফর্মধারী নারীপ্রধান ছিলেন তিনি। হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী বেনিয়ামিন হাফম্যান কোস্টগার্ডের ওয়েবসাইটে দেওয়া একটি বার্তায় লিন্ডা লি ফাগানকে তার দীর্ঘদিনের ও বর্ণাঢ্য পেশাগত দায়িত্ব পালন শেষে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া বিষয়টি নিশ্চিত করেছেন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নেতৃত্বের ঘাটতি, অপারেশনাল ব্যর্থতা এবং মার্কিন কোস্টগার্ডের কৌশলগত উদ্দেশ্যগুলো এগিয়ে নিতে অক্ষমতার কারণে হাফম্যান ফাগানকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, এর অন্যতম কারণ হলো ফাগানের বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তি (ডিইআই) নীতির ওপর অতিরিক্ত মনোযোগ। ফাগান এবং কোস্টগার্ডের সঙ্গে তাৎক্ষণিকভাবে মন্তব্য করা সম্ভব হয়নি। ট্রাম্প ফেডারেল সরকারি সংস্থাগুলোতে ডিউআই প্রোগ্রামগুলো বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রোগ্রামগুলোর লক্ষ্য ছিল সশস্ত্র বাহিনীজুড়ে বৈচিত্র্য বৃদ্ধি করা, যাতে তারা আমেরিকানদের রক্ষা করার জন্য কাজ করে। কোস্টগার্ড অতীতে যৌন নির্যাতনের অভিযোগের জন্য তদন্তের মুখোমুখি হয়েছে, বর্ণবাদের অভিযোগও রয়েছে। কোস্টগার্ড একটি সশস্ত্র বাহিনী হলেও, এটি পেন্টাগনের নয়, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীনে পড়ে।
লিবিয়ার পুলিশপ্রধান ইতালিতে গ্রেপ্তার
যুদ্ধাপরাধের অভিযোগে ইতালিতে লিবিয়ার পুলিশপ্রধান ওসামা নাজিমকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) ইতালির তুরিন শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারি করার পর লিবিয়ার বিচার বিভাগীয় পুলিশপ্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি লিবিয়ার রাজধানী ত্রিপোলির মিটিগা আটক কেন্দ্রের পরিচালক ছিলেন। বিবিসি বলছে, লিবিয়ার বিভিন্ন কেন্দ্রে আটক থাকা সাবেক বন্দিরা ওসামা নাজিমের বিরুদ্ধে নিত্যনৈমিত্তিক নির্যাতন এবং ধর্ষণের মতো অত্যাচারের অভিযোগ করেছেন। ২০২২ সালে জাতিসংঘ বলেছিল, তারা দেশটিতে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ প্রমাণ উন্মোচিত করেছে। ইতালীয় সংবাদপত্র লা রিপাব্লিকা জানিয়েছে, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের তথ্যের ভিত্তিতে ওসামা নাজিমকে একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ইতালীয় অভিবাসী উদ্ধারকারী দাতব্য সংস্থা মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস বলেছে, আইসিসির ‘ব্যাপক’ তদন্তের পরে ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া বছরের পর বছর অভিযোগ এবং সাক্ষ্য নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নাজিমের গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি আইসিসির মুখপাত্র। মামলাটি বিচার মন্ত্রণালয় এবং রোমের আপিল আদালতে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।
তানজানিয়ায় নতুন করে মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব
তানজানিয়ায় মারবার্গ ভাইরাসের নতুন প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। রাজধানী দোদোমা থেকে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৩ সালের পর এটি দেশটির দ্বিতীয় মারবার্গ প্রাদুর্ভাব। সরকারি তথ্য অনুযায়ী, ২৬ জন সন্দেহজনক রোগীর নমুনা পরীক্ষা করা হলে, এর মধ্যে একজনের শরীরে মারবার্গ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাগেরা অঞ্চলে শনাক্ত করা হয়েছে, যা উগান্ডা ও রুয়ান্ডার সীমান্তবর্তী এলাকা। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে জানিয়েছিল, সন্দেহভাজন মারবার্গ প্রাদুর্ভাবে তানজানিয়ায় ৮ জনের মৃত্যু হয়েছে। তবে প্রেসিডেন্ট হাসান জানিয়েছেন, এই মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয় এবং সংক্রমণের উৎস খুঁজে বের করার প্রচেষ্টা চলছে। প্রেসিডেন্ট হাসান বলেন, আমরা আগেও এমন প্রাদুর্ভাব মোকাবিলা করেছি এবং এবারও তা নিয়ন্ত্রণে সক্ষম হবো। ২০২৩ সালে কাগেরা অঞ্চলে প্রথম মারবার্গ প্রাদুর্ভাবের সময় ৯ জন আক্রান্ত হন, যার মধ্যে ৬ জনের মৃত্যু ঘটে। ডব্লিউএইচও-এর প্রধান তেদ্রস আধানম গেব্রিয়াসুস তানজানিয়া সফরকালে জানিয়েছেন, সংস্থাটি এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে তানজানিয়া সরকারের পাশে থাকবে। ইতোমধ্যে দেশটি রোগ শনাক্তকরণ ব্যবস্থা উন্নত করেছে, চিকিৎসা কেন্দ্র ও মোবাইল ল্যাব স্থাপন করেছে এবং জাতীয় প্রতিরোধ দল মোতায়েন করেছে। ডব্লিউএইচও এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বব্যাপী মারবার্গ ভাইরাসের ঝুঁকি কম এবং তানজানিয়া সরকারের শক্তিশালী প্রস্তুতি বিবেচনায় দেশটির বাণিজ্য বা ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজন নেই। মারবার্গ ভাইরাস একটি মারাত্মক সংক্রামক রোগ, যা ফল-খেকো বাদুড় থেকে ছড়ায়। ইবোলা ভাইরাসের মতোই, এটি রক্তক্ষরণ, অঙ্গপ্রত্যঙ্গ বিকল এবং মৃত্যুর কারণ হতে পারে। ভাইরাসটির মৃত্যুহার প্রায় ৯০ শতাংশ পর্যন্ত হতে পারে, যা এটিকে অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে।
মাউন্ট এভারেস্ট আরোহনে খরচ বাড়াচ্ছে নেপাল
মাউন্ট এভারেস্টে আরোহণের ক্ষেত্রে ফি বাড়াতে চলেছে নেপাল সরকার। এক্ষেত্রে ফি বাড়তে পারে ৩৫ শতাংশ পর্যন্ত। এতে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গটি আরোহণে খরচ বাড়বে উল্লেখযোগ্য হারে। গতকাল দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। নেপালের আয় ও কর্মসংস্থানের ক্ষেত্রে বড় অবদান রাখে পর্বত আরোহণের অনুমোদন ফি ও বিদেশিদের খরচ। বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে নেপালে মাউন্ট এভারেস্টসহ আটটির অবস্থান। নেপালের পর্যটন অধিদপ্তরের মহাপরিচালক নারায়ণ প্রসাদ রেগমি জানিয়েছেন, নতুন নিয়ম অনুযায়ী মাউন্ট এভারেস্ট আরোহনের ক্ষেত্রে ১৫ হাজার ডলার গুনতে হবে। যা বর্তমান ১১ হাজার ডলারের চেয়ে ৩৬ শতাংশ বেশি। নতুন ফি সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং সাধারণ সাউথ ইস্ট রিজ বা সাউথ কোল রুটে এপ্রিল-মে মৌসুমে প্রযোজ্য হবে। একটু কম জনপ্রিয় মৌসুম সেপ্টেম্বর-নভেম্বরের ফিও বাড়ানো হচ্ছে। এক্ষেত্রে ফি ৩৬ শতাংশ বাড়িয়ে ৭ হাজার ৫০০ ডলার করা হচ্ছে। কিছু অভিযাত্রী সংগঠক জানিয়েছে, এই ফি বৃদ্ধি গত বছর থেকে আলোচনা করা হচ্ছে। এতে পর্বতারোহীদের নিরুৎসাহিত হওয়ার সম্ভাবনা কম। এভারেস্টের জন্য প্রতি বছর প্রায় তিনশটি অনুমোদন দেওয়া হয়।


























