যশোরের চৌগাছায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ‘হানি ট্রাপের’ মাধ্যমে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়া চক্রের ৬ সদস্যকে আটক করেছে। বুধবার (২২ জানুয়ারি) ডিবি পুলিশ এই অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন যশোর সদর উপজেলার যাত্রাপুর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী চৌগাছা উপজেলার কালিতলা এলাকার সাইফুলের বাড়ির ভাড়াটিয়া রুপালী বেগম (৩৫), চৌগাছার উত্তর কয়ারপাড়ার শাহজাহান আলীর ছেলে নান্নু মিয়া (৩৩), নান্নু মিয়ার স্ত্রী জাকিয়া সুলতানা (২৯), মনমথপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে দেলোয়ার (৩৯), একই গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে হৃদয় মহিফুল (৩৬) ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের আয়ুব হোসেনের ছেলে চৌগাছার কালীতলা এলাকায় বসবাসরত জাহিদ হাসান (২৯)।
ডিবি পুলিশ জানিয়েছে, ২১ জানুয়ারি বেলা সোয়া ১১ টার দিকে চৌগাছা উপজেলার রুস্তমপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আব্দুর রহমানকে এক নারী প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। পরে তাকে ‘হানি ট্রাপে’ ফেলে পরিবারের কাছে মুঠোফোনে কল করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রের সদস্যরা। এই ঘটনায় ভুক্তভোগীর ভাই হাফিজুর রহমান চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেন। পরে রহস্য উদঘাটনে তদন্তে নামে ডিবি পুলিশের একটি টিম। গত ২১ জানুুয়ারি বিকেলে চৌগাছা উপজেলার চান্দাআফরা গ্রামের জহুরুলের বাড়ি থেকে আব্দুর রহমানকে উদ্ধার করে। পরে তার দেয়া তথ্যানুসন্ধান করতে গিয়ে হানি ট্রাপ চক্রের সন্ধান পায় ডিবি। পরে চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের ৬ সদস্যকে আটক করতে সক্ষম হয়।
যশোর ডিবির ওসি দেবব্রুত হরি সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ সুপার জিয়াউদ্দিনের নির্দেশনায় হানি ট্রাপ চক্রের ৬ সদস্যকে আটক করা সম্ভব হয়েছে। তারা বিভিন্ন সাধারণ মানুষকে ফাঁদে ফেলে কাছে থাকা টাকা ও মালামালসহ পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেন। তাদের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা হয়েছে।




















