০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে যুবককে পিটিয়ে-চোখ উপড়ে হত্যা

ফরিদপুরে মিরান খাঁন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও চোখ উপড়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

সেখানকার চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

এর আগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতের কোনো এক সময়ে ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাডাঙ্গী এলাকায় ওই যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

নিহত যুবক একই ইউনিয়নের উত্তর সাদীপুর এলাকার জালাল খানের ছেলে। ওই যুবকের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অন্তত চারটি মামলা রয়েছে।

নিহতরের পরিবারের দাবি, জাফরের বিরুদ্ধে কয়েকটি মামলা থাকার কারণে সে পালিয়ে বেড়াতেন। বৃহস্পতিবার রাতে গদাডাঙ্গী এলাকায় পালিয়ে মাছ শিকার করতে যান।

এ সময় স্থানীয় বালু ব্যবসার বিরোধকে কেন্দ্র করে তাকে পিটিয়ে ও চোখ উপড়ে হত্যা করা হয়েছে।

ফরিদপুরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল এই প্রতিবেদককে বলেন, ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কে-বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

ভোটে দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব আখতার

ফরিদপুরে যুবককে পিটিয়ে-চোখ উপড়ে হত্যা

আপডেট সময় : ০৩:৩৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

ফরিদপুরে মিরান খাঁন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও চোখ উপড়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

সেখানকার চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

এর আগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতের কোনো এক সময়ে ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাডাঙ্গী এলাকায় ওই যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

নিহত যুবক একই ইউনিয়নের উত্তর সাদীপুর এলাকার জালাল খানের ছেলে। ওই যুবকের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অন্তত চারটি মামলা রয়েছে।

নিহতরের পরিবারের দাবি, জাফরের বিরুদ্ধে কয়েকটি মামলা থাকার কারণে সে পালিয়ে বেড়াতেন। বৃহস্পতিবার রাতে গদাডাঙ্গী এলাকায় পালিয়ে মাছ শিকার করতে যান।

এ সময় স্থানীয় বালু ব্যবসার বিরোধকে কেন্দ্র করে তাকে পিটিয়ে ও চোখ উপড়ে হত্যা করা হয়েছে।

ফরিদপুরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল এই প্রতিবেদককে বলেন, ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কে-বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।