২৪ জানুয়ারি, শুক্রবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় ১৫ তম ফিজিক্স অলিম্পিয়াড। সিলেট বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের চারটি ক্যাটাগরিতে ৩০০ জন শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।
সকাল ৮-৯ টা পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিতি ও রেজিস্ট্রেশন শুরু হয়। অলিম্পিয়াডের মূল পর্ব শুরু হয় সকাল নয়টায় জাতীয় সংগীত, পতাকা উত্তোলন এবং বেলুন উড্ডয়নের মাধ্যমে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর নওশীন আহসান, পদার্থবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর গোলাম দস্তগীর, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আশরাফুল আলম, উপাচার্য সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অনুষ্ঠানের মুখ্য আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ শরীফ মোহাম্মদ শরাফউদ্দিন, পদার্থবিজ্ঞান বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
১০ টা থেকে ১১ পর্যন্ত নির্ধারিত কক্ষে লিখিত শিক্ষার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। ১১.১৫ থেকে ১২ টা পর্যন্ত প্রশ্নত্তোর পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা প্রশ্ন রাখেন ব্ল্যাক হল,মহাবিশ্ব, আকর্ষণ বিকর্ষণ বল এবং চৌম্বক বল সম্পর্কে।
প্রশ্নোত্তর পর্বে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং মুখ্য সংগঠক শিক্ষার্থীদের প্রশ্নের যথাযথ উত্তর দেন।
১২-১২.৩০ পর্যন্ত হয় সংক্ষিপ্ত বক্তব্য। বক্তব্যে উপস্থিত অতিথিবৃন্দ বিজ্ঞানে পদার্থ বিজ্ঞানের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন।আরও বলেন শিক্ষার্থীদের মধ্য থেকে পদার্থ বিজ্ঞানের ভয় কাটাতে এবং পদার্থ বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে ফিজিক্স অলিম্পিয়াড এর গুরুত্বপূর্ণ অপরিসীম।
১২.৩০ থেকে ১ পর্যন্ত বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উল্লেখ্য আঞ্চলিকভাবে নির্বাচিত শিক্ষার্থীরা ঢাকায় জাতীয় পর্যায়ে ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে । জাতীয় পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে জাতীয় পর্ব থেকে বিজয়ী শিক্ষার্থীদের ট্রেনিং ক্যাম্পে ডাকা হবে। পূর্বের এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রতিযোগীরা সরাসরি জাতীয় পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা (বয়স এবং APhO ও IPhO নিয়ম অনুযায়ী যোগ্য সাপেক্ষে) সরাসরি জাতীয় ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করতে পারবে। এবছর ৫ জন প্রতিযোগীকে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিতব্য ৫৫তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করা হবে। এবছর ৮ জনকে সৌদি আরবে অনুষ্ঠেয় ২৫তম এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে ও ৫ জনকে ৯ম ইউরোপিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য মনোনীত করা হতে পারে।




















