বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার প্রথম সাবেক আমীর, ফেনী জেলা আন্দোলনের অন্যতম রূপকার, ফেনীর অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা এ জি এম বদরুদ্দোজা(৭২) শুক্রবার ভোর ৫ টায় ফেনীতে নিজ বাসায় বছর বয়সে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহিরাজেউন। মৃত্যু কালে তিনি এক পুত্র বর্তমান সহকারী এটর্নী জেনারেল, ৫ কন্যা ও অগনিত গুনগ্ৰাহী রেখে যান। তাঁর মরহুম পিতা মাওলানা মকবুল আহমদ আনসারীও একজন বিশিষ্ট আলেমেদ্বীন ও ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ মানুষ ছিলেন।
মাওলানা বদরুদ্দোজা ফেনী জেলা আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন ও ১৯৮৪ সালে জেলা হওয়ার পর থেকে ১৯৯১ সাল অবধি জেলা আমীর ছিলেন।১৯৯১ সালে স্বেচ্ছায় আমীরে জামায়াত থেকে ছুটি নিয়ে জীবিকার তাগিদে সৌদি আরব যান। অত্যন্ত সহজ সরল জীবন যাপনে অভ্যস্ত মাওলানা বদরুদ্দোজা ফেনীর আল জামেয়াতুল ফালাহীয়া মাদ্রাসা, ফেনী শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ, সোনাগাজী আল হেলাল একাডেমী, ছিলোনীয়া মাদ্রাসা, ফুলগাজী একাডেমী, দাগনভূঞা একাডেমী, ফেনী হলি ক্রিসেন্ট স্কুল সহ অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন যেসব প্রতিষ্ঠান তাঁর জীবদ্দশায়ই দেশ জোড়া সুনাম সুখ্যাতি অর্জন করেছে।প্রখর ব্যক্তিত্ব ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এই মানুষটিকে বলা হতো প্রতিষ্ঠান গড়ার কারিগর। আজ বাদ মাগরিব দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্ৰামে মরহুমের নিজ বাড়ীর দরজায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।




















