“জুলাই-আগস্ট হত্যার বিচার কর ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা কর।” এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) তিনদিন ব্যাপি গণতন্ত্র অভিযাত্রা শুরু হয়েছে।
শনিবার (২৬ জানুয়ারী) দুপুর ১২ টায় শহরের তমালতলা থেকে অভিযাত্রা উদ্বোধন করে দয়াময়ী মোড় এবং গেইটপাড়ে এসে পথসভা করে। পরে অভিযাত্রাটি সরিষাবাড়ীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
পথসভায় কমিউনিস্ট পার্টি জেলা শাখার সভাপতি মোজাহারুল হক মোজার সভাপতিত্বে এবং যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাফিজুল ইসলাম মাফির সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি আলী আক্কাস, সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ খান মানিক, সরিষাবাড়ী উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক আকবর আলী প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়। এরমধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশে বৈষম্যবিরোধী চেতনার উন্মেষ ঘটেছে। বিগত সরকারের শাসনামলে সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গিয়েছিল। বেকারত্বের হার বেড়েই চলেছিল। এই ধারা অন্তবর্তীকালীন সরকার এখনও অব্যাহত রেখেছে। আমরা দেখছি কৃষকের উৎপাদন খরচ বেড়ে গেলেও ফসলের প্রকৃত দাম পাচ্ছে না। শ্রমজীবী-মেহনতী মানুষের জাতীয় নূন্যতম মজুরি ঘোষিত হয়নি। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবী সার্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালু হয়নি। অন্যদিকে ভ্যাট বৃদ্ধির নামে আরেক দফা নিত্যপণ্যের দাম বৃদ্ধি জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। শুধু মূল্যবৃদ্ধি নয় সারাদেশে সব মানুষের জানমালের নিরাপত্তাও এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি। সারাদেশে চাঁদাবাজি অফিস আদালতে দূর্নীতি দখলদারিত্ব পাল্টা দখলদারিত্ব চলছে। উগ্রপন্থীরা মাজারে হামলা করেছে, আদিবাসীদের উপর হামলা করেছে। কিন্তু সরকার এই হামলাকারীদের গ্রেফতার না করে বরং হামলা উস্কে দিচ্ছে। আপনারা জানেন বিগত সরকারের সময় পরপর তিনটি নির্বাচনে দেশবাসী ভোট দিতে পারেনি। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের গণতন্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করে ফেলা হয়েছে। তাই আমরা মনে করি, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা জরুরী।
গণতন্ত্র অভিযাত্রায় অংশগ্রহণকারী সরিষাবাড়ী উপজেলা কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দৈনিক সবুজ বাংলাকে বলেন, আমরা গত ৫ আগস্টে গণ-অভ্যুত্থান পরবর্তীতে আশা করেছিলাম দেশে অরাজকতা, দূর্নীতি, মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাবে, দ্রব্যমূল্য একটি সহনীয় পর্যায়ে থাকবে, মানুষ নিরাপদে থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মতই ফ্যাসিস্ট প্রক্রিয়াই দেশ চালাচ্ছে এই অন্তবর্তীকালীন সরকার। আমরা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলসহ বিভিন্ন দাবীতে তিনদিন ব্যাপি গণতন্ত্র অভিযাত্রা শুরু করেছি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশেই এই অভিযাত্রা আজ থেকে শুরু হয়েছে। আমরা জেলা শহর থেকে শুরু করে সরিষাবাড়ীসহ প্রতিটি উপজেলায় পথসভা, মিছিল, লিফলেট বিতরণ শেষে আগামী ২৭ জানুয়ারী সোমবার পূনরায় জামালপুর শহরে এসে এই কর্মসূচী শেষ করবো।




















