সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় রিজেন্ট পার্ক রিসোর্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায়
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে ছাত্রদল
নেতাসহ ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন রিসোর্টের
ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার
(মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, রিজেন্ট পার্ক ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে
এসএমপির মোগলাবাজার থানায় ৬ জনের নামোল্লেখ করে ও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা রেখে দন্ডবিধির ১৪৪,
৪৪৭, ৪৪৮, ৪২৭, ৪৩৬, ৩৭৯, ৩৪ ধারায় মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহকে প্রধান
আসামি করে মামলাটি দায়ের করা হয়। এ ছাড়া ছাত্রদলের কর্মী আলাউদ্দিন ফারাবি, সানোয়ার বখত রাহিন, হুসাইন
আহমদ, কবির আহমদ, সুমন আহমদের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে ২৫০ থেকে ৩০০ জনকে। প্রসঙ্গত,
গত রোববার দুপুরে সিলেটের দক্ষিন সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্ক এন্ড রিসোর্টে হামলা চালায় স্থানীয়
কিছু লোক। এসময় তারা রিসোর্টে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। রিসোর্টের বিভিন্ন কক্ষে অবস্থান করা ১২
তরুণ-তরুণীকে আটক করে তারা। পরে কাজী ডেকে এনে তাদের মধ্যে ৮ জনকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এ ঘটনায়
দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
এদিকে রিজেন্ট পার্ক এন্ড রিসোর্টে চাঁদাবাজির বিষয় অস্বীকার করে রিসোর্টে কুকর্মের জন্য প্রকাশ্যে
ক্ষমা চেয়েছেন প্রতিষ্টানটির ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন। গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে দক্ষিণ সুরমার
সিলাম শাহী ঈদগাহ ময়দানে এলাকাবাসী আয়োজিত পরামর্শ সভায় উপস্থিত হয়ে বক্তব্যদানকালে চাঁদাবাজির বিষয়
অস্বীকার করে রিসোর্টে কুকর্মের জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা চান। বিশিষ্ট মুরব্বি আব্দুল কাইয়ুম মাস্টারের
সভাপতিত্বে ও সাংবাদিক হাজী এম আহমদ আলীর পরিচালনায় পরামর্শ সভায় রিজেন্ট পার্ক এন্ড রিসোর্টের
ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বলেন, ঘটনার সুন্দর সমাধানের জন্য এলাকার মুরব্বিয়ানদের প্রতি তিনি ভরসা
রাখেন, তিনি করেন এই এলাকার মুরব্বিয়ানরা এর সুন্দর সমাধান দিতে পারেন এজন্য তিনি মামলায় যেতে চান নাই।
প্রশাসনের চাপে তিনি মামলা দিতে বাধ্য হয়েছেন। এলাকাবাসী বসে এর সমাধান আসলে তিনি মামলা তোলে
নিবেন। পরামর্শ সভায় সিলাম ইউনিয়নের মুরব্বিয়ানদের পাশাপাশি বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও
বিশিষ্ট মুরব্বি আজিজুর রহমান, বিশিষ্ট মুরব্বি আব্দুশ শহীদ মাস্টার, সাবেক পুলিশ কর্মকর্তা অঞ্জন পাল,
বিশিষ্ট মুরব্বি আব্দুর রহমান (নুনু), বিশিষ্ট রাজনীতিবিদ আহসান হাবিব মঈন, সিলাম ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা জামাতে ইসলামীর সভাপতি সাব্বির আহমদ, বিশিষ্ট মুরুব্বি
ফজলু মিয়া, বিশিষ্ট মুরব্বি শফিকুল ইসলাম শফিক, রাজনীতিবিদ নেছার আলী, বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক
নেতা মাহবুব হোসেন বখত, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি, শিক্ষানবিশ
আইনজীবী নুরুল ইসলাম প্রমুখ। সভার সিদ্ধান্ত অনুযায়ী রোববার (২৬ জানুয়ারি সকাল ১১টায় দক্ষিণ সুরমার
চন্ডিপুলে বিশাল মানববন্ধন ও পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি
প্রদান করা হবে।
শিরোনাম
সিলেটে রিজেন্ট রিসোর্টে হামলা: আসামী-৩০৬ জন : এমডির সংবাদ সম্মেলন
-
সিলেট ব্যুরো - আপডেট সময় : ০৪:৩৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- ।
- 59
জনপ্রিয় সংবাদ




















