০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পার্বত্য চট্টগ্রামে জাতিগোষ্ঠীর বৈষম্য নিরসনের দাবি মারমাদের

বৈষম্য নিরসন করে পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোয় মারমা জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে এ সম্প্রদায়ের মানুষ।
রোববার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ‘জাগ্রত মারমা সমাজ’ নামে একটি সংগঠনের আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা বলেন, তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে মারমা সম্প্রদায় বিভিন্নভাবে বৈষম্যের স্বীকার হচ্ছে।
“পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত থেকে শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নেতৃত্বের ক্ষেত্রে মারমা সম্প্রদায়কে বঞ্চিত ও উপেক্ষিত করা হয়েছে। তাই এ বৈষম্য দূর করে মারমা জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।”
অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বিষয়টি সু-বিবেচনা করে পার্বত্য চট্টগ্রামের মানুষের ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও সুষম বণ্টন নিশ্চিতের দাবি করেন তিনি।
মানববন্ধন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কংচাইরী মাষ্টারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সহ-সাধারণ সম্পাদক নিউসাইন মারমা, সদর উপজেলার সাধারণ সম্পাদক থৈহ্লাঅং মারমা, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ সদর উপজেলার সভাপতি চরাসাইন মারমা, বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ সদর উপজেলার সভা নেত্রী ববি মারমা।
মানববন্ধন শেষে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন তারা।
পরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন মারমা জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা।

জনপ্রিয় সংবাদ

ভোটে দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব আখতার

পার্বত্য চট্টগ্রামে জাতিগোষ্ঠীর বৈষম্য নিরসনের দাবি মারমাদের

আপডেট সময় : ১১:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

বৈষম্য নিরসন করে পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোয় মারমা জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে এ সম্প্রদায়ের মানুষ।
রোববার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ‘জাগ্রত মারমা সমাজ’ নামে একটি সংগঠনের আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা বলেন, তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে মারমা সম্প্রদায় বিভিন্নভাবে বৈষম্যের স্বীকার হচ্ছে।
“পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত থেকে শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নেতৃত্বের ক্ষেত্রে মারমা সম্প্রদায়কে বঞ্চিত ও উপেক্ষিত করা হয়েছে। তাই এ বৈষম্য দূর করে মারমা জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।”
অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বিষয়টি সু-বিবেচনা করে পার্বত্য চট্টগ্রামের মানুষের ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও সুষম বণ্টন নিশ্চিতের দাবি করেন তিনি।
মানববন্ধন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কংচাইরী মাষ্টারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সহ-সাধারণ সম্পাদক নিউসাইন মারমা, সদর উপজেলার সাধারণ সম্পাদক থৈহ্লাঅং মারমা, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ সদর উপজেলার সভাপতি চরাসাইন মারমা, বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ সদর উপজেলার সভা নেত্রী ববি মারমা।
মানববন্ধন শেষে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন তারা।
পরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন মারমা জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা।