০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুর সদর বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণা করলেন ইউএনও

শিশু কিশোরদের বিকাশের অন্যতম বাধা মারাত্মক সামাজিক ব্যাধি বাল্যবিয়েকে না করার দীপ্ত অঙ্গীকারের মাধ্যমে বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণা করলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী।

ওয়ার্ল্ড ভিষণ ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত জামালপুর সদর উপজেলার লক্ষিরচর ও শরিফপুর ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী বর্ণাঢ্য ও সফল আয়োজনের জন্য উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানিয়ে  বলেন, সমন্বিত উদ্যোগ ব্যতিত ভয়ঙ্কর সামাজিক ব্যধি বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব নয়। তিনি বলেন কিশোর, কিশোরীদের প্রতি অভিভাবকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের পড়ালেখার পাশাপাশি ভুল কাজগুলো থেকে বিরত রাখতে সচেতন থাকতে হবে। এদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে বৃদ্ধ বয়সে বাবা, মাকে অবহেলার শিকার হতে হবে না।

তিনি জামালপুর এরিয়া প্রোগ্রামে বাল্যবিয়ে বন্ধে লাগসই কার্যক্রমের প্রশংসা করে বলেন বিয়ে বন্ধের পর ফলোআপ কার্যক্রম আরো জোরদার করতে হবে । তিনি অন্যান্য ইউনিয়নে এপির কার্যক্রম সম্প্রসারণ করার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো. আতিক, ওয়ার্ল্ড ভিশনের অ্যাডভোকেসি সমন্বকারী তানজিমুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের এসিও এর জ্যেষ্ঠ ব্যবস্থাপক সেবাস্টিয়ান পিউরিফিকেশন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল,  ওয়ার্ল্ড ভিশন এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এপির সিডিও আফরোজা বেগম। অনুষ্ঠানে অভিজ্ঞতা বিনিময় করে মুক্ত আলোচনায় অংশ নেন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি রেজাউর রহমান, সামিনুল ইসলাম, কিশোরী সাদিয়া প্রমুখ।

আলোচনা সভার আগে বাল্যবিয়েমুক্ত ইউনিয়ন ঘোষণার ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী। পরে তিনি বাল্যবিয়ে বন্ধে বিভিন্ন কার্যক্রমের তথ্যচিত্র ও ছবি ঘুরে দেখেন। তার বক্তব্য শেষে তিনি বাল্যবিয়ে বন্ধের ঘোষণা পত্র পাঠ করে শোনান। পরে তিনি বাল্যবিয়ে কে ‘না’ করুন অঙ্গীকার বোর্ডে স্বাক্ষর করেন।

বাল্যবিয়ে বন্ধে শপথবাক্য পাঠ করান উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

জনপ্রিয় সংবাদ

ভোটে দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব আখতার

জামালপুর সদর বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণা করলেন ইউএনও

আপডেট সময় : ০৭:৩৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

শিশু কিশোরদের বিকাশের অন্যতম বাধা মারাত্মক সামাজিক ব্যাধি বাল্যবিয়েকে না করার দীপ্ত অঙ্গীকারের মাধ্যমে বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণা করলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী।

ওয়ার্ল্ড ভিষণ ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত জামালপুর সদর উপজেলার লক্ষিরচর ও শরিফপুর ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী বর্ণাঢ্য ও সফল আয়োজনের জন্য উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানিয়ে  বলেন, সমন্বিত উদ্যোগ ব্যতিত ভয়ঙ্কর সামাজিক ব্যধি বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব নয়। তিনি বলেন কিশোর, কিশোরীদের প্রতি অভিভাবকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের পড়ালেখার পাশাপাশি ভুল কাজগুলো থেকে বিরত রাখতে সচেতন থাকতে হবে। এদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে বৃদ্ধ বয়সে বাবা, মাকে অবহেলার শিকার হতে হবে না।

তিনি জামালপুর এরিয়া প্রোগ্রামে বাল্যবিয়ে বন্ধে লাগসই কার্যক্রমের প্রশংসা করে বলেন বিয়ে বন্ধের পর ফলোআপ কার্যক্রম আরো জোরদার করতে হবে । তিনি অন্যান্য ইউনিয়নে এপির কার্যক্রম সম্প্রসারণ করার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো. আতিক, ওয়ার্ল্ড ভিশনের অ্যাডভোকেসি সমন্বকারী তানজিমুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের এসিও এর জ্যেষ্ঠ ব্যবস্থাপক সেবাস্টিয়ান পিউরিফিকেশন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল,  ওয়ার্ল্ড ভিশন এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এপির সিডিও আফরোজা বেগম। অনুষ্ঠানে অভিজ্ঞতা বিনিময় করে মুক্ত আলোচনায় অংশ নেন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি রেজাউর রহমান, সামিনুল ইসলাম, কিশোরী সাদিয়া প্রমুখ।

আলোচনা সভার আগে বাল্যবিয়েমুক্ত ইউনিয়ন ঘোষণার ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী। পরে তিনি বাল্যবিয়ে বন্ধে বিভিন্ন কার্যক্রমের তথ্যচিত্র ও ছবি ঘুরে দেখেন। তার বক্তব্য শেষে তিনি বাল্যবিয়ে বন্ধের ঘোষণা পত্র পাঠ করে শোনান। পরে তিনি বাল্যবিয়ে কে ‘না’ করুন অঙ্গীকার বোর্ডে স্বাক্ষর করেন।

বাল্যবিয়ে বন্ধে শপথবাক্য পাঠ করান উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।