০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে রাতভর নির্যাতন

গাজীপুরের শ্রীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক তরুণকে অপহরণ করেছে অপহরণকারীরা। অপহরণের পর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা কিন্তু পরিবার মুক্তিপনের টাকা না দেওয়ায় রাতভর নির্যাতন করে ওই তরুণকে। বুধবার (২৯ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে । অপহৃত তরুণের নাম সাগর(১৮)। সে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ পশ্চিম গ্রামের সালামের ছেলে। অপহৃত সাগর এর পরিবার মুক্তিপণের টাকা না দেওয়ায় অপহরণের চার ঘন্টা পর অপহরণকারীরা টাকা নেওয়ার জন্য সাগরের বাড়িতে আসে। এ সময় স্থানীয় বাসিন্দারা দুই জনকে আটক করে  ৯৯৯-এ  কল দিয়ে পুলিশের সুপর্দ করে।
আটককৃত অপহরণকারীরা হলেন, উপজেলার মুলাইদ গ্রামের রমজান আলীর ছেলে সাদেক (২৫) এবং  নাজিম উদ্দিনের ছেলে আসাদ মিয়া (২০)। অপহৃত সাগরের বড় ভাই সোহাগ বলেন, ‘বুধবার রাত ১০ টার দিকে একটি সিএনজি নিয়ে চার জন লোক বাড়িতে এসে সাগরকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর আমাদের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি আমরা তাৎক্ষণিক পুলিশকে জানাই। অপহৃত সাগরের চাচা কালাম বলেন, ‘আমার ভাতিজাকে অপহরণের পর রাত ২ টার দিকে সিএনজি নিয়ে ৪ জন লোক মুক্তিপণের টাকা নেওয়ার জন্য বাড়িতে আসে। তাদের মধ্যে ২ জনকে আটক করা হলেও বাকি দুই জন পালিয়ে যায়। আটককৃত দুই জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। অপহৃত সাগরের বাবা সালাম বলেন, আমার ছেলেকে রাতভর নির্যাতন করে হাত-পা ভেঙে রাত ৩ টার দিকে গাজীপুরের বাসন সড়ক এলাকায় ফেলে যায় অপহরণকারীরা। খবর পেয়ে আহত অবস্থায় সেখান থেকে আমরা তাকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রোকসানা বলেন, ‘ সাগরকে আহত অবস্থায় হাসপাতালে  ভর্তি করা হয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।’ শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক(অপারেশন) নয়ন কুমার কর জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে থানা হেফাজতে রেখেছে। অপহৃত পরিবারের লোকজন মামলা দায়ের করলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।
জনপ্রিয় সংবাদ

ভোটে দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব আখতার

অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে রাতভর নির্যাতন

আপডেট সময় : ০৩:৩৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
গাজীপুরের শ্রীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক তরুণকে অপহরণ করেছে অপহরণকারীরা। অপহরণের পর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা কিন্তু পরিবার মুক্তিপনের টাকা না দেওয়ায় রাতভর নির্যাতন করে ওই তরুণকে। বুধবার (২৯ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে । অপহৃত তরুণের নাম সাগর(১৮)। সে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ পশ্চিম গ্রামের সালামের ছেলে। অপহৃত সাগর এর পরিবার মুক্তিপণের টাকা না দেওয়ায় অপহরণের চার ঘন্টা পর অপহরণকারীরা টাকা নেওয়ার জন্য সাগরের বাড়িতে আসে। এ সময় স্থানীয় বাসিন্দারা দুই জনকে আটক করে  ৯৯৯-এ  কল দিয়ে পুলিশের সুপর্দ করে।
আটককৃত অপহরণকারীরা হলেন, উপজেলার মুলাইদ গ্রামের রমজান আলীর ছেলে সাদেক (২৫) এবং  নাজিম উদ্দিনের ছেলে আসাদ মিয়া (২০)। অপহৃত সাগরের বড় ভাই সোহাগ বলেন, ‘বুধবার রাত ১০ টার দিকে একটি সিএনজি নিয়ে চার জন লোক বাড়িতে এসে সাগরকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর আমাদের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি আমরা তাৎক্ষণিক পুলিশকে জানাই। অপহৃত সাগরের চাচা কালাম বলেন, ‘আমার ভাতিজাকে অপহরণের পর রাত ২ টার দিকে সিএনজি নিয়ে ৪ জন লোক মুক্তিপণের টাকা নেওয়ার জন্য বাড়িতে আসে। তাদের মধ্যে ২ জনকে আটক করা হলেও বাকি দুই জন পালিয়ে যায়। আটককৃত দুই জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। অপহৃত সাগরের বাবা সালাম বলেন, আমার ছেলেকে রাতভর নির্যাতন করে হাত-পা ভেঙে রাত ৩ টার দিকে গাজীপুরের বাসন সড়ক এলাকায় ফেলে যায় অপহরণকারীরা। খবর পেয়ে আহত অবস্থায় সেখান থেকে আমরা তাকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রোকসানা বলেন, ‘ সাগরকে আহত অবস্থায় হাসপাতালে  ভর্তি করা হয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।’ শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক(অপারেশন) নয়ন কুমার কর জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে থানা হেফাজতে রেখেছে। অপহৃত পরিবারের লোকজন মামলা দায়ের করলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।