চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের (এলামনাই এসোসিয়েশন) পুণর্মিলনী আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে ।
গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে সবুজ বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহ।
তিনি বলেন, ‘আগামী কয়েকমাস পর আমাদের বিভাগের সুবর্ণজয়ন্তী। সেজন্য, এলামনাই এসোসিয়েশনের সাথে সামগ্রিক বিষয়ে মতবিনিময় করতেই এই পুণর্মিলনীর আয়োজন। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত আরবি বিভাগ ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রথম বিভাগীয় প্রধান ছিলেন অধ্যাপক ড. এম. এ. গফুর। এই বিভাগে বর্তমানে ১৯জন শিক্ষক এবং প্রায় ৬০০জন শিক্ষার্থী রয়েছেন।




















