নাটোরের সিংড়ায় দ্যা গ্র্যান্ড হোন্ডা কেয়ার এন্ড মিট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী সিংড়া কোর্ট মাঠ চত্বরে কৃষাণ হোণ্ডা সেন্টারের আয়োজনে প্রীতি ভলিবল ম্যাচ, রশি টানাটানি, সার্ভিসিং সচেতনতা, সেফটি রাইডিং টিপস, ফ্রি বাইক চেকিং, নতুন বাইক ডিসপ্লে আয়োজন করা হয়।
পরে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দুপুরে প্রীতি ভোজের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক কৃষাণ হোন্ডা সেন্টারের স্বত্বাধিকারী মোঃ আব্দুল মন্নাফ, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের রিজিওনাল ম্যানেজার সার্ভিস নেওয়াজ শরীফ, এরিয়া ইনচার্জ সার্ভিস মোঃ রাকিব হোসাইন, এরিয়া ইনচার্জ সেলস মোহাম্মদ সাকিব হুসাইন প্রমুখ।
























