বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে নাগরিক সমাজের ঐক্যের সম্মিলন স্লোগানে কক্সবাজার সিভিল সোসাইটি আয়োজিত সংস্কার, জাতীয় ঐক্য ও নাগরিক ভাবনা শীর্ষক নাগরিক সংলাপে বক্তৃারা বলেন, সংস্কারের সুযোগ বার বার আসে না। জাতীয় সংকটে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্য বন্ধ থাকতে চাই।
বর্তমানে দেশ পরিচালনার সমস্ত ক্ষেত্রই দুর্নীতির জালে আবদ্ধ। মন্ত্রণালয়, পুলিশ, প্রশাসন, বিচার ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি খাতসমূহের দ্রুত সংস্কার প্রয়োজন। যে সংস্কার হবে একান্তই নাগরিক বান্ধব। যেখানে থানায় গেলে কেউ ঘুষ চাইবে না, ন্যায় বিচার পেতে দিনের পর দিন আদালত চত্বরে ঘুরতে হবে না, থাকবে মত প্রকাশের স্বাধীনতা এবং উচ্চমহলের মতামত গ্রহণ করার সহনশীলতা। শিক্ষার্থীরা শিক্ষালয়ে যাবে শিক্ষা গ্রহণ করতে, কারো দলীয় রাজনীতির লেজুড়বৃত্তি করতে নয়। সর্বোপরি, ন্যায় বিচার ও সমান অধিকারের ভিত্তিতে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হবে দেশ সংস্কারের মূল লক্ষ্য।
২ ফেব্রুয়ারী, রবিবার, বিকেল ৩টায় কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি, কক্সবাজার মেম্বার এন্ড কাসাস এর সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকার সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক সংলাপ এ আলোচনায় অংশ নেন,জামায়াতে ইসলামী বাংলাদেশ কক্সবাজার জেলা কমিটির সেক্রেটারি জাহেদুল ইসলাম, এডভোকেট রমিজ উদ্দিন আহম্মেদ , সাবেক জেলা শিক্ষা অফিসার মো নাছির উদ্দীন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি দৈনিক সৈকত সম্পাদক মাহবুবুর রহমান, এবি পার্টির কেন্দ্রীয় সহসভাপতি জাহাঙ্গীর কাশেম, ইসলামি আন্দোলন কক্সবাজার জেলা সভাপতি মুহাম্মদ আলী, কেন্দ্রীয় নাগরিক কমিটির সদস্য সোজা উদ্দিন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জি এম আশেক উল্লাহ, শহর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল্লাহ আল ফারুক, হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার, অধ্যপক অজিত দাশ, দৈনিক সমুদ্র কন্ঠের সম্পাদক অধ্যাপক মঈনুল হাসান পলাশ, অধ্যাপক তামান্না, অধ্যাপক উমর ফারুক, এডভোকেট ইউনুস, এডভোকেট সাকি এ কাওসার, কক্সবাজার সমন্বয়কদের পক্ষে সাহেদুল ইসলাম, রিয়াদ মনি, মিজানুর রহমান, জিনিয়া, সগর প্রমুখ।
জাতীয় ঐক্য বলতে আমরা দেশের জনগণের মধ্যে সকল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় বিভেদ ভুলে দেশের সর্বজনীন স্বার্থে এবং সংকটে দেশপ্রেমের ভিত্তিতে একত্রিত হয়ে দেশের উন্নতির জন্য এবং দেশ রক্ষার জন্য কাজ করাকে বুঝি।
বর্তমান দেশের এই নাজুক সময়ে সমাজের বিভিন্ন স্তরে বিভক্তি, রাজনৈতিক সংকট এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দলমত নির্বিশেষে একটি শক্তিশালী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের দীর্ঘমেয়াদি সমস্যাগুলোর সমাধান যেমন দুর্নীতি, বৈষম্য, রাজনৈতিক অস্থিরতা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন সম্ভব। সর্বোপরি বৈদেশিক সম্পর্ক উন্নয়নে এবং দেশের সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য অতীব গুরুত্বপূর্ণ।




















