০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বদলগাছীতে মাঠের পানি নিস্কাশনের কালভার্ট বন্ধ করে অবৈধভাবে পুকুর খনন

নওগাঁর বদলগাছীতে বর্ষা মৌসুমে মাঠের পানি নিস্কাশনের একমাত্র পথ এই কালভার্ট/ ব্রিজ। সেই কালভার্টের মুখ চিরতরে বন্ধ করে দিয়ে অবৈধভাবে পুকুর খনন করছে। আর এই কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় বোরো ও আমন ধান চাষ করা নিয়ে শংকায় রয়েছে এলাকারকৃষকরা। আর এ ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল মাঠে।
অভিযোগের ভিত্তিতে গত ২৬শে জানুয়ারি সরেজমিনে তথ্য সংগ্রহকালে দেখাযায়, দোনইল চাঁনপুর সড়কের কালভার্ট/ব্রিজের মুখে মাটি ও বেড়া দিয়ে বন্ধ করে দক্ষিন পাশের পুকুর খনন করা হয়েছে। এ কারনে এলডিডির সড়কটিও হুমকীর মুখে পড়েছে, তেমনি মাঠের পানি এপার থেকে ওপারে যাওয়ার কোন পথ নেই। স্থানীয় দোনইল গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাই, খোরশেদ আলম, নাসির উদ্দিন, জুয়েল হোসেন, ইনছের আলী, নয়ন কৃষ্ণ জানান, এক সপ্তাহ আগে রাতের আঁধারে ভিকো মেশিন দিয়ে পুকুর খনন করেছে। আমরা সকালে দেখতে পাই পানি নিস্কাশনের যে কালভার্টটি রয়েছে সেটির মুখ বন্ধ করে দিয়েছে। আমরা এর প্রতিবাদ করলে অবৈধ পুকুর খননকারী বদিউল ইসলাম আমাদেরকে হুমকী দিয়ে বলেন ডিসি অফিসে অভিযোগ দিয়ে কিছু করতে পারলে কর। গ্রামবাসী মাঠের পানি নিস্কাশনের পথের সুরক্ষা চেয়ে বদলগাছী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও)থর কাছে লিখিত অভিযোগ দেন।
দোনইল গ্রামবাসীরা জানান, ব্রীজের মুখ বন্ধ থাকলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিস্কাশন না হলে প্রায় হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হবে এবং বাড়ি ঘরে পানি উঠবে। আমরা এর স্থায়ী সমাধান চাই।
জানতে চাইলে পুকুর খননকারী বদিউল জানায় ইউএনও অফিস থেকে কোন অনুমতি নেওয়া হয়নি। ১০ মাস আগে ৭ লাখ টাকা বিঘা হিসাবে জমিটি আমি ক্রয় করেছি সেই জায়গায় পুকুর কেটেছি। আমি মাঠের পানি নিস্কাশনের জন্য পুকুর পাড়ে রিং পাইপ দিব।
কালভার্টের মুখের জমির মুল মালিক অরুপ জানায়, ৬ মাস আগে বিক্রি করেছি জমি। পানি যাওয়ার পথ আমি বিক্রয় করিনি।
উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, কালভার্টের মুখটি যদি বন্ধ থাকে তাহলে বর্ষা মৌসুমে ঐ মাঠে আমন ধান চাষ ব‍্যাহত হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয় সংবাদ

ভোটে দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক: ইসি সচিব আখতার

বদলগাছীতে মাঠের পানি নিস্কাশনের কালভার্ট বন্ধ করে অবৈধভাবে পুকুর খনন

আপডেট সময় : ০৯:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
নওগাঁর বদলগাছীতে বর্ষা মৌসুমে মাঠের পানি নিস্কাশনের একমাত্র পথ এই কালভার্ট/ ব্রিজ। সেই কালভার্টের মুখ চিরতরে বন্ধ করে দিয়ে অবৈধভাবে পুকুর খনন করছে। আর এই কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় বোরো ও আমন ধান চাষ করা নিয়ে শংকায় রয়েছে এলাকারকৃষকরা। আর এ ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল মাঠে।
অভিযোগের ভিত্তিতে গত ২৬শে জানুয়ারি সরেজমিনে তথ্য সংগ্রহকালে দেখাযায়, দোনইল চাঁনপুর সড়কের কালভার্ট/ব্রিজের মুখে মাটি ও বেড়া দিয়ে বন্ধ করে দক্ষিন পাশের পুকুর খনন করা হয়েছে। এ কারনে এলডিডির সড়কটিও হুমকীর মুখে পড়েছে, তেমনি মাঠের পানি এপার থেকে ওপারে যাওয়ার কোন পথ নেই। স্থানীয় দোনইল গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাই, খোরশেদ আলম, নাসির উদ্দিন, জুয়েল হোসেন, ইনছের আলী, নয়ন কৃষ্ণ জানান, এক সপ্তাহ আগে রাতের আঁধারে ভিকো মেশিন দিয়ে পুকুর খনন করেছে। আমরা সকালে দেখতে পাই পানি নিস্কাশনের যে কালভার্টটি রয়েছে সেটির মুখ বন্ধ করে দিয়েছে। আমরা এর প্রতিবাদ করলে অবৈধ পুকুর খননকারী বদিউল ইসলাম আমাদেরকে হুমকী দিয়ে বলেন ডিসি অফিসে অভিযোগ দিয়ে কিছু করতে পারলে কর। গ্রামবাসী মাঠের পানি নিস্কাশনের পথের সুরক্ষা চেয়ে বদলগাছী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও)থর কাছে লিখিত অভিযোগ দেন।
দোনইল গ্রামবাসীরা জানান, ব্রীজের মুখ বন্ধ থাকলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিস্কাশন না হলে প্রায় হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হবে এবং বাড়ি ঘরে পানি উঠবে। আমরা এর স্থায়ী সমাধান চাই।
জানতে চাইলে পুকুর খননকারী বদিউল জানায় ইউএনও অফিস থেকে কোন অনুমতি নেওয়া হয়নি। ১০ মাস আগে ৭ লাখ টাকা বিঘা হিসাবে জমিটি আমি ক্রয় করেছি সেই জায়গায় পুকুর কেটেছি। আমি মাঠের পানি নিস্কাশনের জন্য পুকুর পাড়ে রিং পাইপ দিব।
কালভার্টের মুখের জমির মুল মালিক অরুপ জানায়, ৬ মাস আগে বিক্রি করেছি জমি। পানি যাওয়ার পথ আমি বিক্রয় করিনি।
উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, কালভার্টের মুখটি যদি বন্ধ থাকে তাহলে বর্ষা মৌসুমে ঐ মাঠে আমন ধান চাষ ব‍্যাহত হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।