যশোরের অভয়নগরে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বিকল হওয়া ট্রাকটি দুমড়েমুচড়ে গেছে। রোববার রাত সাড়ে দশটার নওয়াপাড়া ভৈরব ব্রীজ সংলগ্ন রেল ক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে । তবে কারো প্রাণহানির হয়নি। ট্রাকের চালক ও হেলপার আগে থেকে নেমে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায় , ট্রাকটি (কুষ্টিয়া -ট- ১১-২৪৬০) বড় বাড়ি ঘাট হতে সরকারি বিএডিসির ডিএপি সার বোঝাই করে রেল ক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক সময় চেষ্টা করেও ট্রাকটি আর সচল করতে পারে না। কিছু সময়ের মধ্যেই খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চলে আসে।এমন সময় কিছুই করতে না পেরে ট্রাকের হেলপার ও ড্রাইভার নিরাপদ দূরুত্বে সরে যান। এক পর্যায় ট্রেনটি এসে সরাসরি ট্রাকে ধাক্কা মারে। এসময় ট্রাকটি ছিটকে রেল লাইন থেকে সরে পাশের একটি খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। ট্রেনের ইঞ্জিনেরও বেশ কয়েক জায়গায় ক্ষতি হয়েছে।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার রাজু আহমেদ জানিয়েছেন, দুর্ঘটনাটি ভয়াবহ ছিলো। কিন্তু বড় ক্ষয়ক্ষতি রক্ষা হয়েছে।




















