বিজ্ঞান মানব সভ্যতার প্রগতির মূল চালিকা শক্তি। নতুন ধারণা, উদ্ভাবন, ও গবেষণার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি ৪র্থ বারের মতো আয়োজন করছে Chittagong Science Carnival 4.0।
আজ বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি চবির সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় দিনব্যাপী চিটাগং সাইন্স কার্নিভ্যাল ৪.০। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক ড. মো. আল ফোরকান এবং অধ্যাপক ড. লায়লা খালেদা এবং প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো ইয়াহ্ইয়া আখতার।
এছাড়াও এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুনিরা সুলতানা এনডিসি, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ডিরেক্টর জেনারেল,উপ উপাচার্য প্রফেসর ড.শামীম উদ্দিন খান ও প্রফেসর ড. কামাল উদ্দিন প্রক্টর প্রফেসর তানভীর হায়দার, আইটি ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, বায়োলজি ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়াসহ প্রমূখ।
এছাড়াও দিনব্যাপী এই অনুষ্ঠানে ৬ টি সেগমেন্টে তথা পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শো কেসিং, হ্যাকাথন, গেমিং সেগমেন্টে, রোবো সকার, সায়েন্স অলিম্পিয়াড, সাধারণ অংশগ্রহণকারীদের জন্য মিউজিয়াম বাস, কুইজে স্কুল -কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ মো ৭৫ টি প্রতিষ্ঠানের ৮৫০ এর অধিক শিক্ষার্থী অংশ নেয়। যেখানে প্রজেক্ট শোকেজিং এ ৫০ টির মতো স্টল ও পোস্টার প্রেজেন্টেশনে ৭০ এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে
উচ্ছাস প্রকাশ করে সংগঠনটির সভাপতি বলেন”বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতা আজকের বিশ্বকে একটি নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির উদ্যোগে Chittagong Science Carnival 4.0 এর মতো আয়োজন আমাদের তরুণ মেধাবীদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি এই উদ্যোগের সার্বিক সাফল্য কামনা করছি।” সংগঠনটির সাধারণ সম্পাদক ধন্যবাদ জানিয়ে বলেন’ সকলকেই আমাদের এই ইভেন্টে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। এবং যারাই এই ইভেন্ট সফল করতে পিছনে ছিলে তাদের সকলকেই ধন্যবাদ’।
সর্বশেষে পুরস্কার বিতরণী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
























