০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেষ হলো যমুনাপাড়ের সপ্তম জাতীয় কমডেকা

সিরাজগঞ্জের বিস্তীর্ণ যমুনাপাড়ে জাতীয় স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্র-২ হার্ডপয়েন্টে বাংলাদেশ স্কাউটস আয়োজিত সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) এর সেবা-১২ ইয়ুথ পার্লামেন্টের চূড়ান্ত পর্ব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্র-২ এ আয়োজিত এই চূড়ান্ত পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস-এর এডহক কমিটির সম্মানিত সদস্য ও ডেপুটি কমডেকা চিফ ফরিদা ইয়াসমিন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন নোবিপ্রবির শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রোগ্রাম ডিরেক্টর সৈয়দ মো. সিয়াম।

অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস-এর এডহক কমিটির সদস্য সচিব ও কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশীদ।

প্রধান অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “রোভার স্কাউটরা দেশের ভবিষ্যৎ নেতৃত্বের মূল শক্তি। তাদেরকে কেবল পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজসেবা, নেতৃত্বের গুণাবলী এবং মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে। জলবায়ু পরিবর্তন এবং সামাজিক উন্নয়ন বিষয়ে তরুণ প্রজন্মের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের আয়োজন তরুণদের নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, “নোবিপ্রবি রোভার স্কাউটদের সকল কার্যক্রমে সর্বদা সহায়তা করবে এবং তাদের মানসিক, নৈতিক ও সামাজিক উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।”

এবারের ইয়ুথ পার্লামেন্টের চূড়ান্ত পর্বের বিষয় ছিল “এই সংসদ বৈশ্বিক জলবায়ুজনিত ঝুঁকি মোকাবেলায় প্রশমন অপেক্ষা অভিযোজনকে বেশি গুরুত্ব দেবে”। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন নিয়ে প্রাণবন্ত আলোচনা ও বিতর্কে অংশ নেন। পরে ইয়ুথ পার্লামেন্টের ফাইনালিস্ট ও ইয়ুথ এম্বাসেডরদের পুরস্কার তুলে দেন নোবিপ্রবি উপাচার্য।

অনুষ্ঠান শেষে নোবিপ্রবি উপাচার্য কমডেকা ক্যাম্প এলাকা এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের তাঁবু পরিদর্শন করেন।

অংশগ্রহণকারীরা মনে করেন, এই আয়োজনের মাধ্যমে তরুণ স্কাউটদের মধ্যে সামাজিক সচেতনতা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি পেয়েছে।

এর আগে “বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং” এই স্লোগানকে সামনে রেখে ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি ৭ দিনব্যাপী সমাজ উন্নয়নমূলক ক্যাম্প, সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, সারাদেশ থেকে ৩৯৮টি রোভার স্কাউট দল এই ক্যাম্পে অংশ নেয়। প্রতিটি দলে ৮ জন সদস্য ও ১ জন ইউনিট লিডারসহ মোট ৯ জন থাকে। এছাড়াও দেড় হাজারের বেশি স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা এই আয়োজনকে সফল করতে সহায়তা করেন।

জনপ্রিয় সংবাদ

শেষ হলো যমুনাপাড়ের সপ্তম জাতীয় কমডেকা

আপডেট সময় : ০৯:১৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

সিরাজগঞ্জের বিস্তীর্ণ যমুনাপাড়ে জাতীয় স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্র-২ হার্ডপয়েন্টে বাংলাদেশ স্কাউটস আয়োজিত সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) এর সেবা-১২ ইয়ুথ পার্লামেন্টের চূড়ান্ত পর্ব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্র-২ এ আয়োজিত এই চূড়ান্ত পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস-এর এডহক কমিটির সম্মানিত সদস্য ও ডেপুটি কমডেকা চিফ ফরিদা ইয়াসমিন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন নোবিপ্রবির শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রোগ্রাম ডিরেক্টর সৈয়দ মো. সিয়াম।

অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস-এর এডহক কমিটির সদস্য সচিব ও কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশীদ।

প্রধান অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “রোভার স্কাউটরা দেশের ভবিষ্যৎ নেতৃত্বের মূল শক্তি। তাদেরকে কেবল পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজসেবা, নেতৃত্বের গুণাবলী এবং মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে। জলবায়ু পরিবর্তন এবং সামাজিক উন্নয়ন বিষয়ে তরুণ প্রজন্মের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের আয়োজন তরুণদের নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, “নোবিপ্রবি রোভার স্কাউটদের সকল কার্যক্রমে সর্বদা সহায়তা করবে এবং তাদের মানসিক, নৈতিক ও সামাজিক উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।”

এবারের ইয়ুথ পার্লামেন্টের চূড়ান্ত পর্বের বিষয় ছিল “এই সংসদ বৈশ্বিক জলবায়ুজনিত ঝুঁকি মোকাবেলায় প্রশমন অপেক্ষা অভিযোজনকে বেশি গুরুত্ব দেবে”। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন নিয়ে প্রাণবন্ত আলোচনা ও বিতর্কে অংশ নেন। পরে ইয়ুথ পার্লামেন্টের ফাইনালিস্ট ও ইয়ুথ এম্বাসেডরদের পুরস্কার তুলে দেন নোবিপ্রবি উপাচার্য।

অনুষ্ঠান শেষে নোবিপ্রবি উপাচার্য কমডেকা ক্যাম্প এলাকা এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের তাঁবু পরিদর্শন করেন।

অংশগ্রহণকারীরা মনে করেন, এই আয়োজনের মাধ্যমে তরুণ স্কাউটদের মধ্যে সামাজিক সচেতনতা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি পেয়েছে।

এর আগে “বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং” এই স্লোগানকে সামনে রেখে ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি ৭ দিনব্যাপী সমাজ উন্নয়নমূলক ক্যাম্প, সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, সারাদেশ থেকে ৩৯৮টি রোভার স্কাউট দল এই ক্যাম্পে অংশ নেয়। প্রতিটি দলে ৮ জন সদস্য ও ১ জন ইউনিট লিডারসহ মোট ৯ জন থাকে। এছাড়াও দেড় হাজারের বেশি স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা এই আয়োজনকে সফল করতে সহায়তা করেন।