দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
রবিবার (৯ মার্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে মিছিল বের হয়। এর আগে শিক্ষার্থীরা একাডেমিক ভবনের জড়ো হন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর ও হল প্রদক্ষিণ করে আবার একাডেমিক ভবনে এসে শেষ হয়।
এসময় ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই; ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না; প্রভৃতি স্লোগান দেন।
মিছিল শেষে শিক্ষার্থীরা বলে, ‘ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একটা ধর্ষকও যেন আর বাংলার মাটিতে মুক্ত না থাকে। এই নরপশুদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে আরও বড় কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আল মামুন সরকার বলেন, ‘ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ধর্ষণের ঘটনাগুলোয় জড়িত ধর্ষকদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাই।


























