বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, চবি ক্যাম্পাস থেকে সন্ত্রাসীদের যে অস্ত্র বের হয়েছে তা যেন আর ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে।
শুক্রবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জাদুঘর চত্বরে ইসলামি ছাত্রশিবির চবি শাখার উদ্যোগে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি।
তিনি বলেন, ক্যাম্পাস এখন ফ্যাসিস্ট মুক্ত। শিক্ষার্থী বান্ধব, শিক্ষার পরিবেশ বিরাজমান। ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে আমরা একযোগে কাজ করে যাব। চবি ক্যাম্পাস থেকে যে অস্ত্র বের হয়েছে তা যেন প্রবেশ করতে না পারে। বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার পরিবেশ তা আমাদেরকে ধরে রাখতে হবে। আপনাদের যেকোন প্রয়োজনে ইসলামি ছাত্রশিবিরকে জানাবেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সবসময় আপনাদের পাশে থাকবো।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের যত ক্লাব আছে ক্লাবের নিজস্ব সংবিধান অনুযায়ী পরিচালনা করবেন। আমাদের কোন কর্মীর জন্য যদি আপনাদের সংগঠন পরিচালনা করতে বাঁধা মনে করেন অথবা কেউ যদি রাজনৈতিক প্রভাব খাটাতে চাই; তাহলে আপনারা সরাসরি বিশ্ববিদ্যালয়ের সভাপতিকে অবগত করবেন এই বিষয়ে চবি ইসলামি ছাত্রশিবির আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আপনারা আপনাদের সংগঠনের কর্মকাণ্ড নির্দ্বিধায় করবেন। ইসলামি ছাত্র শিবির কোনদিন কোন সংগঠনের কাজকর্মে বাঁধাগ্রস্ত করেনি আশা করি ভবিষ্যতেও করবেনা।
এই বিশ্ববিদ্যালয়ে যতগুলো সংগঠন বা ক্লাব আছে যারা বিশ্ববিদ্যালয়ে সেচ্ছাসেবী ক্লাব বা সংগঠন নিয়ে কাজ করে তাদেরকে এবং তাদের কর্মকান্ডকে প্রশাসন অবশ্যই স্বীকৃতি দিতে হবে। যার জন্য আমরা একসাথে কাজ করবো।
ইফতার মাহফিলে উপস্থিত হওয়া রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ চবি শাখা ইসলামি ছাত্রশিবিরের প্রশংসা ও পরামর্শ প্রদান করেন। ইফতার মাহফিলটি কোরআন তিলাওয়াত দোয়া ও ইফতারের মধ্যে দিয়ে সম্পন্ন হয়।


























