০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তা কর্মীদের মাঝে সেহরি বিতরণ করেছে ইবি ছাত্রদল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিরাপত্তা কর্মীদের মাঝে সেহরি বিতরণ করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় প্রায় ৩০ জন নিরাপত্তা কর্মীকে সেহরি বিতরণ করতে দেখা যায়।

বুধবার (১৯ মার্চ) সেহরির আগে ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হল, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, ও বিভিন্ন ফটকে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের সেহরি বিতরণ করে ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভ, রাকিব হাসান সাক্ষর সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নির্দেশনায় এ কর্মসূচি পালন করেন।

এসময় ছাত্রদলের আহবায়ক কমিটি সদস্য নূর উদ্দিন বলেন, সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে আমরা, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ক্যাম্পাসে দায়িত্বরত আনসার সদস্যদের মাঝে সেহরি বিতরণ করেছি। ঈদের ছুটিতে আমরা বাড়ি ফিরে গেলেও, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে মামারা দিনরাত নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁদের ত্যাগ ও পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা শুধু সেহরি বিতরণই করিনি, বরং তাঁদের পরিবারের খোঁজ-খবরও নিয়েছি।

তিনি আরো বলেন, এই বছর ইফতার আয়োজনের মতো, আগামীতে আরও বৃহৎ পরিসরে সেহরি আয়োজনের পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে ইবি ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

জনপ্রিয় সংবাদ

আইসিবিতে শুরু হলো প্রাণিস্বাস্থ্য ও মৎস্য খাতের প্রদর্শনী

নিরাপত্তা কর্মীদের মাঝে সেহরি বিতরণ করেছে ইবি ছাত্রদল

আপডেট সময় : ০৭:৩৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিরাপত্তা কর্মীদের মাঝে সেহরি বিতরণ করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় প্রায় ৩০ জন নিরাপত্তা কর্মীকে সেহরি বিতরণ করতে দেখা যায়।

বুধবার (১৯ মার্চ) সেহরির আগে ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হল, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, ও বিভিন্ন ফটকে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের সেহরি বিতরণ করে ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভ, রাকিব হাসান সাক্ষর সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নির্দেশনায় এ কর্মসূচি পালন করেন।

এসময় ছাত্রদলের আহবায়ক কমিটি সদস্য নূর উদ্দিন বলেন, সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে আমরা, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ক্যাম্পাসে দায়িত্বরত আনসার সদস্যদের মাঝে সেহরি বিতরণ করেছি। ঈদের ছুটিতে আমরা বাড়ি ফিরে গেলেও, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে মামারা দিনরাত নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁদের ত্যাগ ও পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা শুধু সেহরি বিতরণই করিনি, বরং তাঁদের পরিবারের খোঁজ-খবরও নিয়েছি।

তিনি আরো বলেন, এই বছর ইফতার আয়োজনের মতো, আগামীতে আরও বৃহৎ পরিসরে সেহরি আয়োজনের পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে ইবি ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।