০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীর আদালত প্রাঙ্গনে বাদির উপর হামলা

ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত প্রাঙ্গনে বাদির উপর হামলা করেছে আসামি ও তার সহযোগীরা। ১৩ এপ্রিল, রবিবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে এডিএম কোর্টের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে হামলায় জড়িত দুজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
জানা গেছে, ভুমি বিরোধের জেরে সোনাগাজী পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন বদরউদ্দিন ভূঞা বাড়ির ছেরাজুল হকের স্ত্রী মর্জিনা আক্তার একই বাড়ির আজিজুল হক গংয়ের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ ধারায়  মামলা করেন। রবিবার দুপুরে আদালতে হাজির হন উভয় পক্ষ। এক পর্যায়ে বাদি মর্জিনার উপর হামলা করেন আজিজুল হক ও তার সহযোগীরা। এসময় মর্জিনাকে রক্ষা করতে আসলে তার স্বামী ছেরাজুল হক, ছেলে এমদাদুল হক শাকিব ও এনামুল হক সজিবকে পেটায় হামলাকারিরা।
বাদি মর্জিনা আক্তার বলেন, মামলা তুলে নেয়ার জন্য বারবার হুমকি দেয় আসামিগণ। আদালতের বারান্দায় আবারও হুমকি দিলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এসময় আজিজুল হক, তার ছেলে আমজাদ হোসেন সুমন, আফজাল হোসেন সুজনসহ ১০/১২জন সহযোগী তার উপর হামলা করে। আইনজীবি ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে ফেনী ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যপারে আজিজুল হক বলেন, মামলার বিষয় নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ছেরাজ ও  তার ছেলেরা আমার উপর হামলা করে। এতে তিনি ও তার দুই ছেলে মারাত্বক আহত হয়েছে। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
বাদি পক্ষের আইনজীবি অ্যাড. জাহাঙ্গীর আলম নান্টু বলেন, আসামিদের দাবি অনুযায়ী মামলা প্রত্যাহার না করায় এ হামলার ঘটনা ঘটে। আইনজীবি ও পুলিশের সহযোগীতায় প্রাণে রক্ষা পেয়েছেন বাদি এবং তাঁর পরিবার।
ফেনী আদালত পরিদর্শক মাজহারুল করিম বলেন, হামলায় জড়িত আমজাদ হোসেন সুমন ও আফজাল হোসেন সুজনকে ঘটনাস্থল থেকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। আদালত মুছলেকা নিয়ে তাদেরকে সতর্ক করে ছেড়ে দেন।
জনপ্রিয় সংবাদ

ফেনীর আদালত প্রাঙ্গনে বাদির উপর হামলা

আপডেট সময় : ০৮:৩৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত প্রাঙ্গনে বাদির উপর হামলা করেছে আসামি ও তার সহযোগীরা। ১৩ এপ্রিল, রবিবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে এডিএম কোর্টের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে হামলায় জড়িত দুজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
জানা গেছে, ভুমি বিরোধের জেরে সোনাগাজী পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন বদরউদ্দিন ভূঞা বাড়ির ছেরাজুল হকের স্ত্রী মর্জিনা আক্তার একই বাড়ির আজিজুল হক গংয়ের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ ধারায়  মামলা করেন। রবিবার দুপুরে আদালতে হাজির হন উভয় পক্ষ। এক পর্যায়ে বাদি মর্জিনার উপর হামলা করেন আজিজুল হক ও তার সহযোগীরা। এসময় মর্জিনাকে রক্ষা করতে আসলে তার স্বামী ছেরাজুল হক, ছেলে এমদাদুল হক শাকিব ও এনামুল হক সজিবকে পেটায় হামলাকারিরা।
বাদি মর্জিনা আক্তার বলেন, মামলা তুলে নেয়ার জন্য বারবার হুমকি দেয় আসামিগণ। আদালতের বারান্দায় আবারও হুমকি দিলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এসময় আজিজুল হক, তার ছেলে আমজাদ হোসেন সুমন, আফজাল হোসেন সুজনসহ ১০/১২জন সহযোগী তার উপর হামলা করে। আইনজীবি ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে ফেনী ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যপারে আজিজুল হক বলেন, মামলার বিষয় নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ছেরাজ ও  তার ছেলেরা আমার উপর হামলা করে। এতে তিনি ও তার দুই ছেলে মারাত্বক আহত হয়েছে। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
বাদি পক্ষের আইনজীবি অ্যাড. জাহাঙ্গীর আলম নান্টু বলেন, আসামিদের দাবি অনুযায়ী মামলা প্রত্যাহার না করায় এ হামলার ঘটনা ঘটে। আইনজীবি ও পুলিশের সহযোগীতায় প্রাণে রক্ষা পেয়েছেন বাদি এবং তাঁর পরিবার।
ফেনী আদালত পরিদর্শক মাজহারুল করিম বলেন, হামলায় জড়িত আমজাদ হোসেন সুমন ও আফজাল হোসেন সুজনকে ঘটনাস্থল থেকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। আদালত মুছলেকা নিয়ে তাদেরকে সতর্ক করে ছেড়ে দেন।