বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে শিবালয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ পালিত।দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে উপজেলা প্রশাসন এ উৎসবের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃজাকির হোসেনর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা, যা ঢাকা- আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।এ সময় আর উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি এস এম ফয়েজ উদ্দিন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলী মোঃ দবির উদ্দিন প্রমুখ। নানা রঙের ব্যানার, মুখোশ ও ঐতিহ্যবাহী পল্লি সংস্কৃতির উপকরণ নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।বাংলা নববর্ষ উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অতিথিদের মুড়ি মুরকি,খই, সাজ বাতাসা কদমা দিয়ে আপ্যায়ন করেন।
দিবসের শেষ ভাগে, বিকেল ৩টায় ঐতিহাসিক তেওতা জমিদার বাড়ির(কাজী নজরুল ইসলামের শশুর বাড়ি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় লোকজ মেলা।এতে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন পালাগান, ভাটিয়ালি, লালন গীতি, জারি-সারি সহ নানা ধরণের লোকজ সংগীত।
পুরো আয়োজন জুড়ে ছিল নিরাপত্তার কড়া নজরদারি এবং উৎসব উদযাপনে প্রশাসনের সার্বিক সহযোগিতা। নববর্ষের এই আয়োজন শিবালয়ের মানুষকে নতুন উদ্দীপনায় ভরিয়ে তোলে।






















