বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, মান সম্পন্ন গবেষণা ও একাডেমিক দিক দিয়ে ভালো ফলাফল অর্জন করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে উন্নত ও সমৃদ্ধ করতে হলে, গবেষণা ও একাডেমিক ফলাফলের ওপর জোর দিতে হবে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের যে সকল সমস্যা রয়েছে, সেগুলিকে চিহ্নিত করে সমাধানে কাজ করা হচ্ছে। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়কে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশে তথা বিশ্বের নিকট পরিচিত করতে হলে সকল পর্যায়ের সহযোগিতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ডকে আরো যুগোপযোগী ও গতিশীল করতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। এসময় তিনি অফিস ব্যবস্থাপনায় ডিজিটাল টুলসের ব্যবহার ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান বক্তা হিসেব অংশ নেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী। এ সময় আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
শিরোনাম
বেরোবিকে মানসম্মত প্রতিষ্ঠান হিসেবে গড়তে সহযোগিতা প্রয়োজন: উপাচার্য
-
বেরোবি প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৩৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- ।
- 57
জনপ্রিয় সংবাদ


























