নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচন চেয়ে স্থানীয় প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। ১৬ এপ্রিল (বুধবার) সকাল ১১টায় শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনের সাধারণ সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় ইউনিয়নের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। শ্রমিকদের প্রাপ্য বিভিন্ন অধিকার তথা মৃত্যুকালীন ভাতা, কন্যাদান ভাতা, শিক্ষাবৃত্তি ও দুর্ঘটনা ভাতা, মৃত্যু কালীন অনুদান প্রভূতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন তারা। এতে সাধারণ শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত নির্বাচন চান।
মানববন্ধনে শ্রমিক নেতা সাইফুল আলম স্বপনের সভাপতিত্বে ও রাজু আহম্মেদ মিঠুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মামুন হোসেন মিলন, আব্দুল রহিম, রাব্বানী প্রমুখ।
শিরোনাম
নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন চেয়ে সদস্যদের মানববন্ধন
-
নওগাঁ প্রতিনিধি - আপডেট সময় : ০৮:১৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- ।
- 216
জনপ্রিয় সংবাদ




















