১০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নৈরাজ্য ও বৈষম্যের প্রতিবাদে জাবিপ্রবি’তে মানববন্ধন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ‘নৈরাজ্যপূর্ণ’ আচরণ, অযৌক্তিক পদোন্নতি এবং পেশাগত বৈষম্যের বিরুদ্ধে তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ ও মানববন্ধনের মাধ্যমে তারা তাদের ক্ষোভ ও দাবি তুলে ধরেন।

প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা জানান, দেশের প্রকৌশল খাতে যাতে ন্যায্যতা, মেধাভিত্তিক প্রতিযোগিতা এবং পেশাগত মর্যাদা বজায় থাকে, তা নিশ্চিত করতে হবে।

এসময় বক্তারা অভিযোগ করেন বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলন, অবরোধ ও সহিংস কর্মকাণ্ড শিক্ষা ও উন্নয়নের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তারা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা তিনটি সুস্পষ্ট দাবি উত্থাপন করেন:

১. সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড) পদে নিয়োগে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সুযোগ নিশ্চিত করতে হবে।
২. কোটা বা সমমান পদ তৈরি করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির পথ উন্মুক্ত করা চলবে না। বরং উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) বা সমমানের পদে ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদের জন্য সমান পরীক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।
৩. ‘ইঞ্জিনিয়ার’ পদবির ব্যবহারের অধিকার শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারীদের জন্য সীমাবদ্ধ রেখে আইন প্রণয়ন ও কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, পেশাগত বৈষম্য ও অযাচিত সুবিধা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু ইঞ্জিনিয়ারিং নয়, দেশের অন্যান্য শিক্ষাক্ষেত্রেও মেধাবী শিক্ষার্থীরা এমন বৈষম্যের শিকার হচ্ছেন। একটি যুগোপযোগী, ন্যায়ভিত্তিক ও মর্যাদাসম্পন্ন কাঠামো গঠনের লক্ষ্যে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নৈরাজ্য ও বৈষম্যের প্রতিবাদে জাবিপ্রবি’তে মানববন্ধন

আপডেট সময় : ০৮:৩৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ‘নৈরাজ্যপূর্ণ’ আচরণ, অযৌক্তিক পদোন্নতি এবং পেশাগত বৈষম্যের বিরুদ্ধে তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ ও মানববন্ধনের মাধ্যমে তারা তাদের ক্ষোভ ও দাবি তুলে ধরেন।

প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা জানান, দেশের প্রকৌশল খাতে যাতে ন্যায্যতা, মেধাভিত্তিক প্রতিযোগিতা এবং পেশাগত মর্যাদা বজায় থাকে, তা নিশ্চিত করতে হবে।

এসময় বক্তারা অভিযোগ করেন বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলন, অবরোধ ও সহিংস কর্মকাণ্ড শিক্ষা ও উন্নয়নের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তারা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা তিনটি সুস্পষ্ট দাবি উত্থাপন করেন:

১. সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড) পদে নিয়োগে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সুযোগ নিশ্চিত করতে হবে।
২. কোটা বা সমমান পদ তৈরি করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির পথ উন্মুক্ত করা চলবে না। বরং উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) বা সমমানের পদে ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদের জন্য সমান পরীক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।
৩. ‘ইঞ্জিনিয়ার’ পদবির ব্যবহারের অধিকার শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারীদের জন্য সীমাবদ্ধ রেখে আইন প্রণয়ন ও কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, পেশাগত বৈষম্য ও অযাচিত সুবিধা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু ইঞ্জিনিয়ারিং নয়, দেশের অন্যান্য শিক্ষাক্ষেত্রেও মেধাবী শিক্ষার্থীরা এমন বৈষম্যের শিকার হচ্ছেন। একটি যুগোপযোগী, ন্যায়ভিত্তিক ও মর্যাদাসম্পন্ন কাঠামো গঠনের লক্ষ্যে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন।