ভোলার চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহকারী অধ্যাপক মো: নূরউদ্দিনের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে উপজেলা শিক্ষক সমাজ ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে চরফ্যাশন সদর রোডে রসুলপুর নাজিম উদ্দীন আলম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা জিয়া পরিষদের সভাপতি আলম শাহের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন চরফ্যাশন সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ ও সাধারণ সম্পাদক এমরান নেগাবান প্রমূখ।
বক্তারা মানববন্ধনে বলেন, অধ্যাপক নূরউদ্দিন একজন সম্মানিত ব্যক্তি, তিনি কখনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। তার মেয়ে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা। তার জামাতা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। একটি কুচক্রী মহল তাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে তার ওপর কাপুরুষোচিত হামলা করেছে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শিরোনাম
চরফ্যাশনে কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
-
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- ।
- 88
জনপ্রিয় সংবাদ























