জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্রাহকদের অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে থাকা আল-আকাবা সমবায় সমিতির পরিচালক ও জামায়াত নেতা মাহবুবুর রহমানকে আটক করেছে গ্রাহকরা। এরপর তাকে জুতার মালা গলায় পরিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে জেলা শহর থেকে গ্রাহকরা তাকে আটক করে। পরে মাদারগঞ্জ থানা পুলিশ এসে তাকে তাদের হেফাজতে নিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন।
গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাসিন্দা। তিনি মাদারগঞ্জ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পরিচালকের দায়িত্ব পালন করছেন।
ওসি হাসান আল মামুন বলেন, বেশ কিছু আসামির বিরুদ্ধে মাদারগঞ্জে সমবায় সমিতির তহবিল বা সম্পদ নিয়ে মামলা রয়েছে। বেশ কিছুদিন ধরে এই উপজেলায় বিভিন্ন নামে সমবায় সমিতির গ্রাহকের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে বেড়াচ্ছেন। গত কয়েক মাস ধরেই আসামিদের গ্রেপ্তার ও জমানো টাকা ফেরত পেতে মাদারগঞ্জ হাজারো গ্রাহক কর্মসূচি পালন করে আসছেন।
তিনি আরও জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সমিতির অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে মাদারগঞ্জ উপজেলায় ২৩টি নিবন্ধনকৃত সমবায় সমিতি ৩৫ হাজার গ্রাহকের প্রায় ৭ শত কোটি টাকা আত্মসাৎ করে অফিস তালাবদ্ধ করে আত্মগোপনে চলে যায়। এর প্রতিবাদে হাজার হাজার নারী-পুরুষ প্রতিবাদ অব্যাহত রেখেছেন। বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকরা আমানত ফেরত না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।























