খাগড়াছড়িতে গৃহহীন ভিডিপি সদস্যার জন্য নব-নির্মিত গৃহ এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক।আজ বৃহস্পতিবার সকালে ভিডিও টেলিকনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশে নবনির্মিত ২৬ টি গৃহের মধ্যে প্রথম ধাপে ০৪ টি গৃহের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বাহিনীর সদর দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি পানছড়ি উপজেলার উল্টাছড়ির ইউনিয়নের মধ্য নগর এলাকায় থেকে ভিডিও টেলিকনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত ছিলেন জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান, পিপিএম।প্রথম ধাপে ০৪ টি গৃহের মধ্যে খাগড়াছড়ি ১ টি। নব নির্মিত গৃহের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণের ব্যয় হয়েছে ৩ লক্ষ ৭৮ হাজার টাকা।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহাদাত হুসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মাটিরাঙ্গা, জনাব রোকেয়া পারভীন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, সদর, খাগড়াছড়ি, মো: কাজী আকাশ, উপজেলা প্রশিক্ষক, পানছড়ি, খাগড়াছড়ি সহ পানছড়ি উপজেলার আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ।
উপকার ভোগী বিডিপি সদস্য আয়েশা বেগম খাতুন বলেন, ৩০ বছর ধরে ভিডিপি সদস্য সাথে জড়িত আছি সরকারের উন্নয়ন মূলক ও বিশেষ বিশেষ কাজে নিরলসভাবে কাজ করেছি। খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান স্যার বিশেষ সহযোগিতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
শিরোনাম
খাগড়াছড়িতে গৃহহীন ভিডিপি সদস্যার জন্য নব-নির্মিত গৃহ শুভ উদ্বোধন
-
খাগড়াছড়ি প্রতিনিধি - আপডেট সময় : ০৩:৪০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- ।
- 100
জনপ্রিয় সংবাদ























