০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেরিয়ে এলো জান্নাতি হত্যার রহস্য

সম্প্রতি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জান্নাতি বেগম (১৩) নামে এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ভুট্টা খেতে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

গত ১৬ এপ্রিল রাতে উপজেলার ভোটমারী ইউনিয়নের চর ভোটমারী গ্রামে নিজ বাড়ি থেকে অভিযুক্ত যুবক বেলাল হোসেনকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক বেলাল হোসেন একই গ্রামের আবু তালেবের ছেলে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এক সংবাদ সম্মেলনে বলেন,

গত বৃহষ্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় জান্নাতি বেগমের প্রতিবেশি মামা বেলাল হোসেন (২৪) জান্নাতির বাড়িতে প্রবেশ করে। এ সময় জান্নাতিকে বাড়িতে একা পেয়ে তার শরীরে অসৎ উদ্দেশ্যে হাত দেয় বেলাল। এসময় জান্নাতি চিৎকার করার চেষ্টা করলে তার মুখ চেপে ধরে ঘাতক বেলাল। পরে তাকে পার্শ্ববর্তী ভুট্টা খেতে নিয়ে গিয়ে মুখে মাটি গুঁজে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় আসামি বেলাল হোসেন বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দী দিয়েছে।

স্থানীয় ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল নিহত জান্নাতি বেগম। সে উপজেলার চর ভোটমারী গ্রামের ফজলুল হকের মেয়ে।

ঘটনার পরের দিন নিহতের বাবা কালিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় বেলালকে গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের পুলিশি রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ঘটনায় কি বেলাল হোসেন একাই জড়িত না সাথে আরো কেউ জড়িত আছে বলে জানতে চাওয়া হলে তিনি বলেন, আসামি বেলাল হোসেন তার স্বীকারোক্তি মূলক জবানবনদিতে একাই ছিলেন বলে জানিয়েছে। রিমান্ডে হত্যার দায় স্বীকার করে বেলাল হোসেন, বর্তমানে সে জেলহাজতে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সংঘর্ষের পর জামায়াত-বিএনপি’র সংবাদ সম্মেলন

বেরিয়ে এলো জান্নাতি হত্যার রহস্য

আপডেট সময় : ১০:১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সম্প্রতি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জান্নাতি বেগম (১৩) নামে এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ভুট্টা খেতে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

গত ১৬ এপ্রিল রাতে উপজেলার ভোটমারী ইউনিয়নের চর ভোটমারী গ্রামে নিজ বাড়ি থেকে অভিযুক্ত যুবক বেলাল হোসেনকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক বেলাল হোসেন একই গ্রামের আবু তালেবের ছেলে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এক সংবাদ সম্মেলনে বলেন,

গত বৃহষ্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় জান্নাতি বেগমের প্রতিবেশি মামা বেলাল হোসেন (২৪) জান্নাতির বাড়িতে প্রবেশ করে। এ সময় জান্নাতিকে বাড়িতে একা পেয়ে তার শরীরে অসৎ উদ্দেশ্যে হাত দেয় বেলাল। এসময় জান্নাতি চিৎকার করার চেষ্টা করলে তার মুখ চেপে ধরে ঘাতক বেলাল। পরে তাকে পার্শ্ববর্তী ভুট্টা খেতে নিয়ে গিয়ে মুখে মাটি গুঁজে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় আসামি বেলাল হোসেন বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দী দিয়েছে।

স্থানীয় ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল নিহত জান্নাতি বেগম। সে উপজেলার চর ভোটমারী গ্রামের ফজলুল হকের মেয়ে।

ঘটনার পরের দিন নিহতের বাবা কালিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় বেলালকে গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের পুলিশি রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ঘটনায় কি বেলাল হোসেন একাই জড়িত না সাথে আরো কেউ জড়িত আছে বলে জানতে চাওয়া হলে তিনি বলেন, আসামি বেলাল হোসেন তার স্বীকারোক্তি মূলক জবানবনদিতে একাই ছিলেন বলে জানিয়েছে। রিমান্ডে হত্যার দায় স্বীকার করে বেলাল হোসেন, বর্তমানে সে জেলহাজতে রয়েছে।