জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ৫৮ হাজার জাল ব্যান্ডরোলসহ ২ জন আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেসব্রিফিং এ বিষয়টি জানানো হয়।
প্রেসব্রিফিং এ বলা হয়, জামালপুর জেলা পুলিশের অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে গত ৩০ এপ্রিল একটি উল্লেখযোগ্য অভিযান পরিচালিত করা হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের (পিপিএম,সেবা) সুনির্দিষ্ট নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর একটি চৌকশ দল এই অভিযান পরিচালনা করে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জামালপুর সদর থানাধীন জামালপুর-টু-শেরপুর সড়কের ডাকপাড়া এলাকায় ব্রিজের টোল প্লাজার সামনে বিশেষ চেকপোস্ট ডিউটি চলাকালীন ডিবি-১ এর একটি বিশেষ দল আটান্ন হাজার সরকারি রাজস্ব আয়ের জাল ব্যান্ডরোল ও একটি সিএনজিসহ দুইজন ব্যক্তিকে আটক করেছে।
আটককৃত ব্যক্তিরা হলেন, জামালপুরের ৩০ নং রসিদা বিড়ির ফ্যাক্টরি, ইদ্রিস এন্ড কোঃ (প্রাঃ) লিঃ এর ম্যানেজার মো. সেলিম রেজা (৩৮) ও ক্যাশিয়ার মো. নূর আনোয়ার (৩৫)।
এই অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. আব্দুল আউয়াল, এসআই আতিকুর রহমান এবং এসআই মোঃ আবু বকর সিদ্দিক।
ব্রিফিং এ জানানো হয়, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জাল ব্যান্ডরোলের ব্যবহার সরকারি রাজস্বের উপর মারাত্মক ক্ষতি সাধন করে যা দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ।
জামালপুর জেলা পুলিশ এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। আমরা জনগণের সহযোগিতা কামনা করছি যাতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আমরা আরও কার্যকরভাবে কাজ করতে পারি। এই সাফল্য জামালপুর জেলা পুলিশের অঙ্গীকার ও পেশাদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।





















