০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে ছাত্রদলের হাতে ছাত্রলীগ নেতা আটক

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান রোকনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বড়বাড়ি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (৪ মে) রাতে এ ঘটনা ঘটে। পরদিন সোমবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী।

আটক রোকনুজ্জামান রোকন সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এবং মোস্তফী বাজার এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, রোববার রাতে তিনি বড়বাড়ি বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে শনাক্ত করে আটক করেন এবং পরে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে রোকন এলাকায় বিভিন্ন সময়ে নিরীহ ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, হয়রানি এবং মারধরের সঙ্গে জড়িত ছিলেন।

সদর থানা ওসি মোহাম্মদ নুরনবী বলেন, “মহেন্দ্রনগর এলাকায় বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার অজ্ঞাতনামা আসামিদের মধ্যে রোকনের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।”

জনপ্রিয় সংবাদ

ড্রিম হলিডে পার্কে চাঁদাবাজদের হামলায় ১২ সাংবাদিক আহত, গ্রেপ্তার ৩

লালমনিরহাটে ছাত্রদলের হাতে ছাত্রলীগ নেতা আটক

আপডেট সময় : ০২:০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান রোকনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বড়বাড়ি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (৪ মে) রাতে এ ঘটনা ঘটে। পরদিন সোমবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী।

আটক রোকনুজ্জামান রোকন সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এবং মোস্তফী বাজার এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, রোববার রাতে তিনি বড়বাড়ি বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে শনাক্ত করে আটক করেন এবং পরে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে রোকন এলাকায় বিভিন্ন সময়ে নিরীহ ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, হয়রানি এবং মারধরের সঙ্গে জড়িত ছিলেন।

সদর থানা ওসি মোহাম্মদ নুরনবী বলেন, “মহেন্দ্রনগর এলাকায় বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার অজ্ঞাতনামা আসামিদের মধ্যে রোকনের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।”