০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে ভ্যানচালকের আত্মহত্যা, মৃত্যুর কারণ অজানা

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের চৌধুরীরহাট এলাকায় আনোয়ারুল (৪০) নামে এক ভ্যানচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সকালে ইউনিয়নের নোহালী এলাকায় নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি একই এলাকার রুস্তম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আনোয়ারুল সকাল ১০টার দিকে বাড়ির সবার অগোচরে নিজ কক্ষের ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে ঠিক কোন কারণে আনোয়ারুল আত্মহত্যা করেছেন, তা এখনও জানা যায়নি।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ভ্যানচালকের আত্মহত্যা, মৃত্যুর কারণ অজানা

আপডেট সময় : ০৪:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের চৌধুরীরহাট এলাকায় আনোয়ারুল (৪০) নামে এক ভ্যানচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সকালে ইউনিয়নের নোহালী এলাকায় নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি একই এলাকার রুস্তম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আনোয়ারুল সকাল ১০টার দিকে বাড়ির সবার অগোচরে নিজ কক্ষের ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে ঠিক কোন কারণে আনোয়ারুল আত্মহত্যা করেছেন, তা এখনও জানা যায়নি।