বান্দরবানের থানছিতে খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের শাপলা চত্তরে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় আকাশ ত্রিপুরা সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কবিতা চাকমা, ত্রিপিটক চাকমা, কৃপায়ণ ত্রিপুরা, সুভাষ চাকমা, উক্যনু মারমা, খঞ্জন ত্রিপুরা প্রমুখ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় ধর্ষণের বিচার যথাযথ ভাবে শাস্তি না পাওয়ায়, দিনদিন ধর্ষণের ঘটনা বাড়ছে। তাঁরা আরো বলেন, আগামীতে আর একবার যদি আমাদের মা-বোনরা ধর্ষণে শিকার হয়, তবে এর জবাব সাধারণ জনগণ হাতে নিবে এবং দায় নিতে হবে রাষ্ট্রকে।
সমাবেশে বক্তারা বলেন, পরবর্তীতে ধর্ষণের সুস্থ বিচার না হলে, প্রয়োজনে কঠিন কর্মসূচি ডাক দেওয়া হবে৷ এবং এই ঘটনার সুস্থ বিচার না হলে পাহাড়ে সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণার ডাক দেওয়া হবে।
বক্তারা বলেন, এমন নৃশংস ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এসময় বক্তারা আরো বলেন বিচারহীনতার কারণে অপরাধীরা পার পেয়ে যায় এবং পূনরায় এ ধরণের অপরাধ করার সাহস পায়। পাহাড়-সমতল সর্বত্রে নারীদের নিরাপত্তা বিধানের দাবী জানান সরকারের কাছে।
শিরোনাম
ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
-
খাগড়াছড়ি প্রতিনিধি - আপডেট সময় : ০৪:১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- ।
- 136
জনপ্রিয় সংবাদ
























