০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে আলোচিত স্কুলছাত্রী জান্নাতি হত্যা মামলার আইনজীবীকে মুখোশধারীদের হুমকি

লালমনিরহাটে আলোচিত স্কুলছাত্রী জান্নাতি হত্যা মামলার আইনজীবী জাকিউল হাসান সিদ্দিক রাসেলকে হত্যার হুমকি দিয়েছে মুখোশধারী একদল সন্ত্রাসী। মঙ্গলবার (৬ মে) রাত ১১টার দিকে হেলমেট পরিহিত ৪-৫ জন ব্যক্তি তার গতিরোধ করে হুমকি দেয় বলে তিনি জানান।

বুধবার (৭ মে) দুপুরে লালমনিরহাট জজ কোর্ট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, রাত ১১টার দিকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে জেলা সদরের বালাটারী এলাকায় একদল অজ্ঞাত হেলমেটধারী মোটরসাইকেলে এসে তাকে থামিয়ে জান্নাতি হত্যা মামলা নিয়ে ‘বেশি বাড়াবাড়ি’ না করার হুমকি দেয়। এ সময় তিনি আতঙ্কিত হয়ে পড়েন, তবে আশপাশের লোকজন এগিয়ে এলে মুখোশধারীরা পালিয়ে যায়।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের চরশৌলমারী এলাকার একটি ভুট্টাখেত থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতির হাত-পা ভাঙা মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার ফজু মিয়ার মেয়ে।

পুলিশি তদন্তে জানা যায়, পাশ্ববর্তী মদাতী ইউনিয়নের কাগজিটারী এলাকার আবু তালেবের ছেলে বেলাল হোসেন (১৯) জান্নাতিকে বাড়িতে একা পেয়ে ভুট্টাখেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে, পৈশাচিক কায়দায় মেয়েটির মুখে মাটি গুঁজে দিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা আসামির বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ বেলালকে আটক করে এবং সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ঘটনার প্রতিবাদে এলাকাবাসী থানা ঘেরাও, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে। এ নিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

আইনজীবী রাসেল নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে অবিলম্বে হুমকিদাতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ড্রিম হলিডে পার্কে চাঁদাবাজদের হামলায় ১২ সাংবাদিক আহত, গ্রেপ্তার ৩

লালমনিরহাটে আলোচিত স্কুলছাত্রী জান্নাতি হত্যা মামলার আইনজীবীকে মুখোশধারীদের হুমকি

আপডেট সময় : ০৮:৫৮:২১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

লালমনিরহাটে আলোচিত স্কুলছাত্রী জান্নাতি হত্যা মামলার আইনজীবী জাকিউল হাসান সিদ্দিক রাসেলকে হত্যার হুমকি দিয়েছে মুখোশধারী একদল সন্ত্রাসী। মঙ্গলবার (৬ মে) রাত ১১টার দিকে হেলমেট পরিহিত ৪-৫ জন ব্যক্তি তার গতিরোধ করে হুমকি দেয় বলে তিনি জানান।

বুধবার (৭ মে) দুপুরে লালমনিরহাট জজ কোর্ট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, রাত ১১টার দিকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে জেলা সদরের বালাটারী এলাকায় একদল অজ্ঞাত হেলমেটধারী মোটরসাইকেলে এসে তাকে থামিয়ে জান্নাতি হত্যা মামলা নিয়ে ‘বেশি বাড়াবাড়ি’ না করার হুমকি দেয়। এ সময় তিনি আতঙ্কিত হয়ে পড়েন, তবে আশপাশের লোকজন এগিয়ে এলে মুখোশধারীরা পালিয়ে যায়।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের চরশৌলমারী এলাকার একটি ভুট্টাখেত থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতির হাত-পা ভাঙা মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার ফজু মিয়ার মেয়ে।

পুলিশি তদন্তে জানা যায়, পাশ্ববর্তী মদাতী ইউনিয়নের কাগজিটারী এলাকার আবু তালেবের ছেলে বেলাল হোসেন (১৯) জান্নাতিকে বাড়িতে একা পেয়ে ভুট্টাখেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে, পৈশাচিক কায়দায় মেয়েটির মুখে মাটি গুঁজে দিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা আসামির বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ বেলালকে আটক করে এবং সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ঘটনার প্রতিবাদে এলাকাবাসী থানা ঘেরাও, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে। এ নিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

আইনজীবী রাসেল নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে অবিলম্বে হুমকিদাতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।