১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডিমের খাঁচায় গাঁজা, নব-মুসলিমসহ দুজন আটক

লালমনিরহাটে বিশেষ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা পুলিশ।বুধবার (৭ মে) লালমনিরহাট সদর থানা পুলিশের পৃথক দুটি অভিযানে এ সফলতা আসে।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর সার্বিক নির্দেশনায় অভিযানে অংশ নেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় মোগলহাট ইউনিয়নের কর্নপুর এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে মোঃ সাইফুল ইসলাম (৩৭) এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

একই দিন দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় একই ইউনিয়নের ফুলগাছে।সেখান থেকে নব-মুসলিম শ্রী ফনি চন্দ্র ওরফে আব্দুল্লাহ-আল-মামুন (৩০)-কে গ্রেফতার করা হয়। অভিযানে ধৃত আসামি ‘আলম স্টোর’ নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান করছিলেন এবং ডিমের খাঁচার মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৩ কেজি গাঁজা বহন করে লালমনিরহাট শহরের দিকে যাচ্ছিলেন। পরে পুলিশের তৎপরতায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালমনিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান এই অভিযান অব্যাহত থাকবে এবং জেলার প্রতিটি থানায় নিয়মিত তল্লাশি ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হবে।

জনপ্রিয় সংবাদ

ডিমের খাঁচায় গাঁজা, নব-মুসলিমসহ দুজন আটক

আপডেট সময় : ০১:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

লালমনিরহাটে বিশেষ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা পুলিশ।বুধবার (৭ মে) লালমনিরহাট সদর থানা পুলিশের পৃথক দুটি অভিযানে এ সফলতা আসে।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর সার্বিক নির্দেশনায় অভিযানে অংশ নেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় মোগলহাট ইউনিয়নের কর্নপুর এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে মোঃ সাইফুল ইসলাম (৩৭) এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

একই দিন দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় একই ইউনিয়নের ফুলগাছে।সেখান থেকে নব-মুসলিম শ্রী ফনি চন্দ্র ওরফে আব্দুল্লাহ-আল-মামুন (৩০)-কে গ্রেফতার করা হয়। অভিযানে ধৃত আসামি ‘আলম স্টোর’ নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান করছিলেন এবং ডিমের খাঁচার মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৩ কেজি গাঁজা বহন করে লালমনিরহাট শহরের দিকে যাচ্ছিলেন। পরে পুলিশের তৎপরতায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালমনিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান এই অভিযান অব্যাহত থাকবে এবং জেলার প্রতিটি থানায় নিয়মিত তল্লাশি ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হবে।